তাসকিনের বাঁ হাতে তিন সেলাই
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতিতে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু তৃতীয় দিন অনুশীলনের সময় চোটে পড়েন জাতীয় দলের ডানহাতি এই পেসার। তাসকিনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি ও অনামিকার মাঝের অংশের চামড়া ছিঁড়ে গেছে। এই অংশে তিনটি সেলাই দিতে হয়েছে। আপাতত তাসকিনকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'তাসকিনের বৃদ্ধাঙ্গুল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাড়ে সমস্যা হয়নি বলে কেবল সেলাই দেওয়া হয়েছে। চিড় নেই, সমস্যা শুধু চামড়ায়। তাকে আমরা ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছি। এই তিন দিন সে অনুশীলন করতে পারবে না।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডের প্রাথমিক দলে আছেন তাসকিন। এই চোটের কারণে ওয়ানডে সিরিজে ডানহাতি এই পেসারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেটা কমে এসেছে। আশা করা হচ্ছে প্রথম ওয়ানডের তিন-চার দিন আগেই দলের অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি।
এ বিষয়ে তাসকিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'খুব বেশি সমস্যা হয়নি। একটু চামড়া ছিঁড়ে গেছে। সেলাই দিতে হলেও আমার মনে হচ্ছে সেরে উঠতে বেশি সময় লাগবে না। আমার মনে হয় কয়েক দিনের মধ্যেই অনুশীলনে ফিরতে পারব।'