মাঝপথে বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করলো দুর্বার রাজশাহী
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব ছিল এনামুল হক বিজয়ের কাঁধে। নেতৃত্বভার সামলে ব্যাট হাতেও দারুণ সফল ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপরও মাঝপথে এসে তাকে অধিনায়কত্ব সরিয়ে দিল রাজশাহী। নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ পেসার তাসকিনের নাম ঘোষণা করেছে দলটি।
সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দুর্বার রাজশাহী। ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ করে দিতে বিজয়কে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় দলটি। বিবৃতিতে বলা হয়েছে, 'ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
এবারের বিপিএলে ৮ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিসহ ৫৪.০০ গড়ে ৩২৪ রান করেছেন বিজয়, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। যদিও ৫৭ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১০০ রানের অসাধারণ ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি বিজয়। দলকে জেতাতে না পারায় ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবেগে ভেঙে পড়তে দেখা যায় তাকে।
দুর্বার রাজশাহীর বিবৃতিতে আরও বলা হয়, 'দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হোন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙ্গা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।'
নেতৃত্ব পাওয়া তানকিনও বলে হাতে দুর্বার ছন্দে আছেন। ৮ ম্যাচে তার শিকার ১৮ উইকেট, যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ। নতুন অধিনায়কের ওপর ভরসা রেখে দুর্বার রাজশাহী তাদের বিবৃতিতে বলেছে, 'এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।'