থুথু ফেলা ও বলে চুমু দেওয়া নিষিদ্ধ
করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই বদলে যেতে শুরু করে বিশ্ব। ইতোমধ্যে অনেক পরিবর্তন মেনে নিতে হয়েছে সবাইকে। করোনা পরবর্তী সময়েও দেখা যাবে অনেক পরিবর্তন। এই যেমন ল্যাটিন ফুটবলে দেখা যাবে বেশ কয়েকটি নতুন নিয়ম।
আগের মতো করে মাঠে আর থুথু ফেলতে পারবেন না ফুটবলাররা। গোল দিয়ে ফুটবলে চুমুও দেওয়া যাবে না। মাঠে থুথু ফেলা ও ফুটবলে চুমু দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে এমনই জানিয়েছে দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল।
কনমেবলের বিবৃতিতে জানানো হয়, কোপা লিবের্তাদোরেস ও কোপা সুদামেরিকানার ক্লাবগুলোকে ইতোমধ্যে এসব নিয়মের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।
গত মার্চ থেকে বন্ধ হয়ে আছে লিবের্তাদোরেস ও কোপা সুদামেরিকানার খেলা। ল্যাটিন অঞ্চলের শীর্ষ এই দুই ফুটবল প্রতিযোগিতা শুরুর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এই দুই টুর্নামেন্টে আরও কয়েকটি বিষয়ে পরিবর্তন এসেছে। মাঠে নাক ঝারা ও খেলোয়াড়দের মধ্যে জার্সি বদল নিষিদ্ধ করা হয়েছে। অন্যের বোতল থেকে কেউ পানি পান করতে পারবেন না, সবার জন্য থাকবে আলাদা বোতল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন ও বেঞ্চে অবশ্যই মাস্ক পড়তে হবে সবাইকে।
ফুটবলের মতো ক্রিকেটেও আসবে পরিবর্তন। বলে থুথু ব্যবহারে আসতে পারে নিষেধাজ্ঞা। বল চকচকে রাখতে (শাইন করতে) বোলার, ফিল্ডাররা মুখের থুথু ব্যবহার করেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে বলের একপাশের ঔজ্জ্বল্য ধরে রাখতে থুথু ব্যবহার করা হয়ে থাকে।
করোনা পরবর্তী সময়ে থুথু ব্যবহারের বিষয়টিকে ঝুঁকি হিসেবে দেখছে আইসিসির মেডিকেল টিম। এক জনের থুথু ব্যবহৃত বল ফিল্ডিং করা দলের সব ক্রিকেটারের হাত ঘোরে। তাই এই ব্যাপারটিকে নিরাপদ মনে করছে না আইসিসি। এ কারণে বল টেম্পারিং বৈধ করে দেওয়ার কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।