ধুঁকে ধুঁকে বাংলাদেশের ১০৪
তিন ম্যাচের তিনটিতেই বাংলাদেশের জয়। দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত ব্যাটিংয়ে ছন্দময় বাংলাদেশের দেখা মেলেনি। প্রথম তিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ১৩১। চতুর্থ টি-টোয়েন্টিতে আরও ছোট হলো বাংলাদেশের স্কোর।
শনিবার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ১০৪ রান তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান ৩০ রানের কোটাও পেরোতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন নাঈম শেখ। বাংলাদেশের পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের রানও করতে পারেননি।
টস জিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে এবারও ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। দলীয় ২৪ রানে ফেরেন ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া সৌম্য। আগের তিন ম্যাচে ৪ রান করা বাঁহাতি এই ওপেনার এদিন ৮ রান করে আউট হন।
আগের দুই ম্যাচে ১৭ বলে ২৬ রান করে করা সাকিব আল হাসান এদিন উইকেটে ধুঁকেছেন। ২৬ বলে একটি চারে ১৫ রান করে আউট হন তিনি। এরপর দ্রুতই ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
নুরুল হাসান সোহানও পারেননি দলের বিপদে ব্যাট চালাতে। মাহমুদউল্লাহর মতো তিনিও শূন্য রানে বিদায় নেন। এরপর সাজঘরের পথ ধরেন সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলা নাঈম। ছন্দে থাকা আফিফ হোসেন ধ্রুব এই ম্যাচেও দারুণ ব্যাটিং করতে শুরু করেন। কিন্তু ২০ রান করেই থামতে হয় তরুণ এই ব্যাটসম্যানকে। শেষের দিকে ২৩ রান করেন মাহেদী হাসান।
বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন মিচেল সোয়েপসন। অ্যাডাম জ্যাম্পার বদলে একাদশে সুযোগ পাওয়া এই লেগ স্পিনার ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৩টি উইকেট নেন। ডানহাতি পেসার অ্যান্ড্রু টাইও ৩টি উইকেট নেন, তার খরচা ১৮ রান। ২টি উইকেট নেন জস হ্যাজেলউড, একটি উইকেট পান অ্যাস্টন অ্যাগার।
ফের ব্যর্থ সৌম্য
এবারও পারলেন না সৌম্য সরকার, ব্যর্থতার বৃত্তেই বন্দি হয়ে আছেন তিনি। জিম্বাবুয়ে সফরে তিন টি-টোয়েন্টির দুটিতে হাফ সেঞ্চুরি করা বাঁহাতি এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে হতাশ করে চলেছেন। প্রথম তিন টোয়েন্টিতে তার রান মাত্র ৪, এক ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। চতুর্থ ম্যাচেও রানে ফেরা হলো না তার।
আরও একবার দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরলেন সৌম্য। অজিদের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৮ রান করে বিদায় নিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউডের একটি শর্ট লেংন্থের ডেলিভারি ঘুরিয়ে খেলতে গিয়ে আকাশে বল ভাসিয়ে দেন সৌম্য। ক্যাচটি তালুবন্দি করতে কোনো সমস্যাই হয়নি অ্যালেক্স ক্যারির।
২৪ রানে প্রথম উইকেট হারানো দলকে এগিয়ে নিচ্ছেন আরেক ওপেনার নাঈম শেখ ও সাকিব আল হাসান। ৫ ওভার শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান। নাঈম ১৫ ও সাকিব ২ রানে ব্যাটিং করছেন।