ধোনি-কন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেপ্তার কিশোর
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই মহেন্দ্র সিং ধোনির কারিশমা। যা বেশ কয়েকটি আসরে দেখা গেছে। কিন্তু এবার বাস্তবতা ভিন্ন। হেরেই চলেছে ধোনির দল চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে চেন্নাই। এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনির চরম সমালোচনা হচ্ছে, দেওয়া হচ্ছে হুমকি। ধোনির ৫ বছরের মেয়ে জিভাকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।
গত বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। সমালোচনার শূলে চড়ানো হলেও এই ঘটনায় অবশ্য ভক্ত-সমর্থকদের পাশে পাচ্ছেন ভারতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ধোনি। এমন হুমকির প্রতিবাদে ফুঁসে উঠেছেন ক্রিকেটভক্তরা। হুমকি দেওয়া অ্যাকাউন্টগুলো রিপোর্ট করা হয়েছে।
হুমকির ঘটনায় তৎপরতা চালাচ্ছে ভারতের পুলিশ। ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া ১৬ বছরের এক কিশোরকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গ্রেপ্তার করা সেই কিশোরকে প্রথমে গুজরাটের মুন্দ্রা থানায় রাখা হয়। এরপর তাকে রাঁচি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ করার জন্য এই কিশোরকে গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তাদের ভাষ্য, ধোনির স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হুমকির মেসেজটি পাঠিয়েছে এই কিশোর। হুমকি দেওয়া এই কিশোর দ্বাদশ শ্রেণির ছাত্র। গুজরাটের নামনা কাপায়া গ্রামে থাকে সে।
ভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ সুপারিনটেনডেন্ট সৌরভ সিং বলেছেন, 'দ্বাদশ শ্রেণিতে পড়ে সে। তার বাড়ি নামনা কাপায়া গ্রামে। কয়েকদিন আগে ধোনির স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জঘন্য এই মেসেজ পাঠায় সে।' জিজ্ঞসাবাদে এই কিশোর মেসেজ দেওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে তার নামে এফআইআর দাখিল করা হয়েছে।
দলের বাজে সময়ের পাশাপাশি ধোনিও নিজের ছায়া হয়ে আছেন। ব্যাট হাতে আগের মতো করে আর দলকে পথ দেখাতে পারছেন না ভারতের কিংবদন্তি এই অধিনায়ক। ৭ ম্যাচ খেলে ফেললেও এখনও কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এখন পর্যন্ত ধোনির সর্বোচ্চ রানের ইনিংস ৪৭।