নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন না সাকিব
কয়েকটি রেকর্ডের হাতছানি সাকিব আল হাসানের সামনে। আর দুটি উইকেট নিতে পারলেই ইতিহাস গড়া হয়ে যাবে বাঁহাতি এই অলরাউন্ডারের। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচ দিয়ে রেকর্ডগুলো গড়তে পারেননি সাকিব। দুই ম্যাচেই উইকেটশূন্য থেকে গেছেন তিনি। এই সিরিজে আর রেকর্ডগুলো গড়া হচ্ছে না বাঁহাতি এই অলরাউন্ডারের।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব। কেবল তিনিই নন, আরও কয়েকজন ক্রিকেটারকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। বিসিবি সূত্রে এমনই জানা গেছে।
নাম না প্রকাশ করার শর্তে বিসিবির এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আঙুলে কিছুটা ব্যথা থাকার কারণে সাকিবকে বিশ্রামে রাখা হবে। এ ছাড়া বিশ্রাম দেওয়া হতে পারে মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে।
করোনাভাইরাসের কারণে গত মে মাসে স্থগিত হওয়া আইপিএল আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে। আসরটিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে যাবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।
বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার কয়েকটি মাইফলকের সামনে দাঁড়িয়ে। এর মধ্যে একটি অর্জনে ইতিহাস গড়া হয়ে যাবে তার। একটি উইকেট পেলেই যৌথভাবে সাকিব হয়ে যাবেন টি-টোয়েন্টির ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি। ৮৬ টি-টোয়েন্টি খেলা সাকিব ২ উইকেট পেলেই উঠে যাবেন চূড়ায়।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের উইকেট ৫৯৮টি। আর ২টি উইকেট নিতে পারলে ক্রিকেট ইতিহাসের ২৩তম বোলার ও দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ৬০০ উইকেটের মালিক হবে তিনি।
এ ছাড়া অলরাউন্ডার হিসেবে দারুণ এক রেকর্ডের মালিক হওয়ার পথে আছেন তিনি। ২ উইকেটে ৬০০ উইকেট ও ১২ হাজার রানের অনন্য এক ডাবলের মালিক হবেন তিনি। একমাত্র সাকিবই হবেন এই ডাবলের মালিক, আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি নেই আর কোনো অলরাউন্ডারের।
যদিও সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার, দুই ম্যাচে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে আরও করুণ দশা তারকা এই ক্রিকেটারের। চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪৫ রান।