নৈশক্লাবে পুলিশি অভিযান, বলিউড তারকাসহ গ্রেপ্তার সুরেশ রায়না
নেতিবাচক খবরে জায়গা করে নিতে জুড়ি নেই ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না'র। আবারও তিনি সংবাদের শিরোনাম হলেন।
এককালের তারকা এ ব্যাটসম্যান পুলিশের সাম্প্রতিক এক অভিযানে মুম্বাই বিমানবন্দরের অদূরে অবস্থিত ড্রাগনফ্লাই নামক নৈশক্লাব থেকে গ্রেপ্তার হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত তিনটায় ওই অভিযানের সময় রায়নার সঙ্গে বলিউডের কিছু তারকাও পার্টি করছিলেন। তাদেরকেও গ্রেপ্তার করা হয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে, অবশ্য সুরেশ রায়না, বলিউড তারকা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানা খান এবং গায়ক গুরু রান্ধাওয়া'র গ্রেপ্তারের কথাই কেবল জানা গেছে। তবে পরবর্তীতে তাদের জামিনের বিনিময়ে ছেড়েও দেওয়া হয়। এই অভিযানে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের সাহার থানা পুলিশ। কোভিড-১৯ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে উদ্বাহু উচ্ছ্বাসে মাতায় তাদের গ্রেপ্তার করা হয়।
সাহার পুলিশ স্টেশনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা তারকাদের গ্রেপ্তার ও পরবর্তীতে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
- সূত্র: ক্রিকেট অ্যাডিক্টোর