পথ হারিয়ে ফেলা এক অলিম্পিয়ানের স্বর্ণজয়ের গল্প
এমন পরিস্থিতিকে হয়তো আমরা সবাই অনুধাবন করতে পারবো- যখন আপনি ভুল গন্তব্যের দিকে চলবেন, সময় ফুরিয়ে আসবে এবং খুব গুরুত্বপূর্ণ কাজটি হারাতে বসবেন; যেমনটি হয়েছে স্বর্ণপদক জয়ী জ্যামাইকান অলিম্পিয়ান হ্যানসেল পার্চমেন্টের বেলায়।
টোকিও অলিম্পিকে ১১০ মিটার দৌড় প্রতিযোগিতার সেমিফাইনালিস্ট ছিলেন পার্চমেন্ট। প্রতিযোগিতার দিন তিনি টোকিও স্টেডিয়ামে না পৌঁছে ভুলবশত কোনো এক বিনোদন কেন্দ্রে চলে গিয়েছিলেন।
তবে সৌভাগ্যবশত একজন সেচ্ছাসেবী তাকে স্টেডিয়াম পৌঁছানোর ট্যাক্সি ভাড়া দিয়ে দেওয়ায় তিনি সময়মতো প্রতিযোগিতায় অংশ নিতে সমর্থ হন এবং নিজের দেশের হয়ে স্বর্ণপদক জিতে নেন।
ট্যাক্সির ভাড়া পরিশোধকারী সেই নারীকে খুঁজে পেয়ে তাকে ঋণ পরিশোধ করেছেন পার্চমেন্ট এবং পদক জয়ের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় পার্চমেন্ট বলেন, 'আমি এই স্বেচ্ছাসেবীকে দেখলাম এবং তার কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার... এবং তিনি সত্যিই আমাকে কিছু টাকা দিলেন ট্যাক্সি ভাড়া করতে। এভাবেই আমি প্রতিযোগিতা শুরু হওয়ার আগে স্টেডিয়ামে পৌঁছাতে পেরেছি।'
গত ৪ আগস্ট সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রান্ট হলওয়ের পর পার্চমেন্ট দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ফাইনালে হলওয়েকে পরাজিত করে লাভ করেন স্বর্ণপদক।
স্বেচ্ছাসেবকের এই অসামান্য অবদানের প্রশংসা করেছেন জ্যামাইকার প্রধানমন্ত্রী এন্ড্রু হলনেস। টুইটারে এক বার্তায় তিনি লিখেছেন, 'প্রত্যেক জ্যামাইকান জানে কৃতজ্ঞতা কতটা আবশ্যক। পার্চমেন্টই তার প্রমাণ।'
দেশটির পর্যটনমন্ত্রী এডমন্ড বার্টলেট সেই নারীকে জ্যামাইকা ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে স্থানীয় সংবাদপত্র দ্য গ্লিনারকে বলেন, 'তিনি যা করেছে তা নিঃস্বার্থ। পার্চমেন্ট সময়মতো পৌঁছতে না পারলে ফলাফল কী হতো, তা কেউ জানে না।'
টোকিও অলিম্পিকে জ্যামাইকার ৪টি স্বর্ণ পদকের একটি এসেছিল পার্চমেন্টের হাত ধরে।
-
সূত্র: সিএনএন