প্রথমবার ভোটের লড়াই জিতে বিসিবিতে পাপন, জিতলেন দুর্জয়-সুজন
বুধবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে সাড়ে সাতটায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। আগের পরিচালনা পর্ষদ থেকেই বেশিরভাগ প্রার্থী নির্বাচিত হয়েছেন, সংখ্যাটা ১৭।
প্রথমবারের মতো ভোটের লড়াই জিতে বিসিবি পরিচালক হলেন নাজমুল হাসান পাপন। সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নাজমুল হাসান। ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আগের দুই মেয়াদেও দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দুর্জয়। হেরে গেছেন প্রথমবারের মতো নির্বাচন করা আরেক সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। প্রথমবারের মতো নির্বাচিত হয়ে বিসিবি পরিচালক হতে যাচ্ছেন ৬ জন।
২৫ জন পরিচালক নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হয়। এর মধ্যে দুজন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত। বাকি ২৩টি পরিচালক পদে তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচন হয়। ক্লাব ক্যাটাগরিতে ১২, জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ৩ এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজন নির্বাচিত হয়েছেন। সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৬টি পরিচালক পদে ভোট গ্রহণ হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস আবারও বিসিবি পরিচালক হতে যাচ্ছেন। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে সাত জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), এডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলো (বরিশাল বিভাগ)।
ঢাকা বিভাগে তানভীর আহমেদ টিটু ও নাঈমুর রহমান দুর্জয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও ভোটের আগ মুহূর্তে নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেদের গুটিয়ে নেন খালিদ হোসেন (মাদারীপুর) ও সৈয়দ আশরাফুক ইসলাম টিটু (কিশোরগঞ্জ)। ব্যালটে তাদের নাম থাকলেও তারা নির্বাচিত হতে পারেননি। এই ক্যাটাগরিতে শুধু রাজশাহীতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খালেদ মাসুদ পাইলটকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন চৌধুরী।
প্রথমবারের মতো নির্বাচিত হয়ে বিসিবি পরিচালক হতে যাচ্ছেন ছয়জন। ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হয়েছেন ইফতেখার রহমান মিঠু, ওবেদ রশিদ নিজাম, ফাহিম সিনহা, মঞ্চুর আলম ও সালাউদ্দিন চৌধুরী। এ ছাড়া ক্যাটাগরি-১ থেকে নতুন মুখ হিসেবে পরিচালক হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর তানভীর আহমেদ টিটু। এই ক্যাটাগরি থেকে পাশ করতে পারেননি সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কিশোরগঞ্জ), খালিদ হোসেন (মাদারীপুর) ও খালেদ মাসুদ পাইলট (রাজশাহী)।
ক্লাব ক্যাটাগরিতে জমজমাট লড়াই হয়েছে। সবচেয়ে বেশি ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন এখান থেকে। নির্বাচিতরা হলেন নাজমুল হাসান পাপন (আবাহনী), গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব উল আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ওবেদ রশিদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান মিঠু (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (ঢাকা এসেটস) ও মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি) ও সালাহ উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব)।
এই ক্যাটগরি থেকে নির্বাচিত হতে পারেননি মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব) ও রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি)। মোহামেডানের মাসুদুজ্জামান মনোনয়পত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের পর নাম প্রত্যাহার করায় তার প্রার্থীতা বাতিল হয়নি।
ক্যাটাগরি-৩ থেকে একটি পদের জন্য লড়াই হয়েছে দুই প্রার্থীর মধ্যে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সাবেক ন্যাশনাল ম্যানেজার ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন লড়েছেন। নির্বাচিত হয়েছেন খালেদ মাহমুদ সুজন।