ফরাসি লিগে আবারও মারামারি, ম্যাচ পরিত্যক্ত
খেলা ও খেলার সমর্থক, এই দুটি যেন একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত। এত এত আয়োজন, উন্মাদনা সবকিছুই ভক্তদের মন জয়ের জন্য, তাদের আনন্দ দেওয়ার জন্য। ফুটবলের জন্য কত রকম পাগলামিই না করে থাকেন সমর্থকেরা! কিন্তু কখনো কখনো তারা এমন আচরণ করে বসেন যে তা ফুটবলের সৌন্দর্য্য নষ্ট করে। বিশেষ করে, ফরাসি লিগে যেন আজকাল অপ্রত্যাশিত কান্ড বেশিই হচ্ছে। আরও স্পষ্ট করে বলতে গেলে, অলিম্পিক মার্শেই এর ম্যাচগুলোতেই অঘটন ঘটছে বেশি।
গতকাল রোববার অলিম্পিক লিঁও ও অলিম্পিক মার্শেই এর মধ্যকার ম্যাচে মার্শেইয়ের মিডফিল্ডার দিমিত্রি পায়েতের মাথায় বোতল ছুঁড়ে মেরেছেন প্রতিপক্ষ দলের জনৈক সমর্থক। আঘাত পাওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন পায়েত।
এর আগেও মঁপলিয়ের বিপক্ষে ম্যাচে মার্শেইয়ের খেলোয়াড়দের আক্রমণ করেছিলেন প্রতিপক্ষের সমর্থকেরা। তার কয়েক সপ্তাহ পর আবার নিসের সাথে ম্যাচে তুমুল মারামারিতে জড়ান দুই পক্ষের খেলোয়াড়েরা। সেদিন ম্যাচটিই পন্ড হয়ে যায়। রোববার গ্রুপামা স্টেডিয়ামে আবারও সেই আপত্তিকর আচরণ পেলেন খেলোয়াড়েরা।
গতকাল লিঁওর বিপক্ষে খেলার মাঝে কর্নার কিক নিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন মার্শেই অধিনায়ক পায়েত। এসময় গ্যালারি থেকে পানিভর্তি একটি বোতল তার দিকে ছুঁড়ে মারেন অতিআবেগী কোনো সমর্থক। বোতলটি সরাসরি পায়েতের মুখের বাঁ পাশে আঘাত করে।
এই ঘটনার পরপরই উগ্র আচরণ না করতে সমর্থকদের অনুরোধ করেন লিওর গোলকিপার আন্থনি লোপেজ ও মিডফিল্ডার হুসাম আউয়ার। রেফারি রুডি বুকেট দুই দলের খেলোয়াড়দেরই ড্রেসিংরুমে ফিরে যেতেন বলেন। ঘন্টা দুয়েক খেলা স্থগিত থাকার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।
আঘাত পাওয়ার পর মাথায় বরফের ব্যাগ চেপে মাঠ ছেড়েছেন পায়েত। ফ্রেঞ্চ লিগ (এলএফপি) সূত্র বলছে, পায়েত এ ঘটনাকে 'বৈষম্যমূলক অপমান' বলে অভিহিত করেছেন।
গত মাসেও নিসের বিপক্ষে ম্যাচে সমর্থকেরা পায়েতের দিকে বোতল ছুঁড়ে মারেন এবং জবাবে পায়েত উল্টো সমর্থকদের দিকে সেই বোতল ছুঁড়ে মারেন। এ ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে একত্রে বসে আলোচনা করার কথা জানিয়েছেন ফরাসি লিগ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।
সূত্র: রয়টার্স