সরকার-বিরোধী বিক্ষোভে সংহতি জানাতে খেলার আগে জাতীয় সঙ্গীত গায়নি ইরানি ফুটবল দল
সোমবার (২১ নভেম্বর) ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২২ বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নেমেছে ইরানের ফুটবল দল। তবে খেলা শুরু হওয়ার আগে দলের খেলোয়াড়েরা তাদের জাতীয় সঙ্গীত গাননি। খবর এনডিটিভি'র।
ইরানে চলমান সরকার-বিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।
কাতারে খেলা শুরু হওয়ার আগে ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবখশ জানিয়েছিলেন, আন্দোলন ও বিক্ষোভের সঙ্গে একাত্মতা জানাতে জাতীয় সঙ্গীত গাওয়া বা না গাওয়ার বিষয়ে দলের সবাই মিলে সিদ্ধান্ত নেবেন।
এ দিন কাতারের দোহায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইরানের জাতীয় সঙ্গীত বেজে উঠলে ১১ জন খেলোয়াড় পুরোটা সময় নির্বিকার হয়ে ও ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে ছিলেন।
২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ইরানের মরালিটি পুলিশের হেফাজতে মাশা আমিনি নামক এক ২২ বছর বয়সী তরুণীর মৃত্যু হলে দেশটিতে বিক্ষোভ শুরু করেন সাধারণ ইরানিরা। কুর্দি বংশোদ্ভুত আমিনি তেহরানে গ্রেপ্তার হওয়ার তিনদিন পরে মারা যান।
ইসলামিক রিপাবলিক দেশটিতে নারীদের জন্য বিদ্যমান পোশাক বিষয়ক বিধিবিধান ভঙ্গ করার অভিযোগে মাশা আমিনিকে গ্রেপ্তার করা হয়েছিল।
চলমান এ আন্দোলনের সমর্থনে ইরানের অনেক খেলোয়াড় জাতীয় সঙ্গীত না গাওয়া ও বিজয় উদযাপন না করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন।
ইরানে বিক্ষোভে এখন পর্যন্ত ৪০০-এর মতো মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়ের অসলোভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস।