আরব বসন্তে শামিল এবার মরক্কোও
বিশ্বকাপে আরব বসন্ত চলছেই। সৌদি আরব এবং তিউনিশিয়ার পর এবার আরেক আরব দল মরক্কোও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল কাতারে। ইউরোপিয়ান পরাশক্তি এবং গত বিশ্বকাপের রানার-আপ ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে মরক্কো।
শক্তি-সামর্থ্যের দিক থেকে ইউরোপিয়ান কিংবা লাতিন দলগুলোর ধারেকাছেও নেই আরব অঞ্চলের দলগুলো। কিন্তু কাতার বিশ্বকাপে সেটির প্রতিফলন তো নেই-ই বরং একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে আরবরা।
আর্জেন্টিনাকে হারিয়ে যেন কাতারেও আরব বসন্ত নিয়ে এসেছে সৌদি আরব, এরপর ডেনমার্ককে রুখে দিয়ে তিউনিশিয়াও জানান দিয়েছে তারাও কম যায় না। এবার ক্রোয়েশিয়ার সঙ্গে সমানতালে লড়াই করে মরক্কোও শামিল হল এই আরব বসন্তে।
গ্রুপ 'এফ' এর প্রথম ম্যাচে আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হয় গত বিশ্বকাপের রানার-আপ ক্রোয়েশিয়া এবং মরক্কো। ম্যাচের প্রথমার্ধে ক্রোয়েশিয়াই গোল করার ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু মরক্কোর গোলোকিপার বোনোর বাধা পার হতে পারেননি মদ্রিচ-পেরিসিচরা।
দ্বিতীয়ার্ধে তেমন পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই। মরক্কোর আশরাফ হাকিমির জোরালো শট রুখে দেন ক্রোয়েশিয়ার কিপার লিভাকোভিচ।
নির্ধারিত সময় শেষে রেফারির বাঁশির সাথে সাথে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচটি। ম্যাচে ক্রোয়েশিয়ার কাছেই বলের দখল ছিল বেশি, ৬৫% সময় বল ছিল ক্রোয়াটদের পায়ে। যদিও গোলমুখে বেশি আক্রমণ ছিলো মরক্কোরই। তাদের ৮ প্রচেষ্টার বিপরীতে ক্রোয়েশিয়ার প্রচেষ্টা ছিল ৫ টি।
এই ড্র'র ফলে দুই দলই এক পয়েন্ট করে সংগ্রহ করেছে। মরক্কোর সঙ্গে প্রত্যাশিত জয় না পাওয়ায় নক-আউট পর্বে উঠতে গ্রুপের বাকি দুই দলের সঙ্গে জিততে হতে পারে ক্রোয়েশিয়ার। অপরদিকে এই ম্যাচ ড্র করায় নক-আউট রাউন্ডে যাওয়ার আশা জেগে উঠেছে মরক্কোর, আরব বসন্তে নতুন পালক যুক্ত হবে কিনা সেটি জানতে অপেক্ষা করতে হবে মরক্কোর পরের ম্যাচগুলোর জন্য।
নিজেদের পরবর্তী ম্যাচে কানাডার মুখোমুখি হবে মরক্কো, ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ বেলজিয়াম।