গোল করার পর নেইমারদের নাচকে তারিফ করার অনুরোধ করলেন ব্রাজিল কোচ
বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের কোচ তিতে অনুরোধ করেছেন, ম্যাচে গোল দেওয়ার পর ব্রাজিলের খেলোয়াড়রা নাচের মাধ্যমে তা উদযাপন করলে তা যেন সম্মানের সাথে দেখা হয়, খবর বার্তা সংস্থা এপির।
এ সপ্তাহেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া জানিয়েছেন, বিশ্বকাপে দশটি গোলের জন্য দশ রকম নাচ অনুশীলন করে এসেছে ব্রাজিল দল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত একটায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে বিশ্বকাপের সূচনা পর্ব তাদের শুভ হবে নাকি 'অশুভ' তা সময়ই বলে দেবে।
এর আগে ব্রাজিলের আরেক ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় গোল দেওয়ার পর নাচের মাধ্যমে তা উদযাপন করে সমালোচনার মুখে পড়েছিলেন।
কিন্তু ব্রাজিলের কোচ তিতে মনে করেন, ব্রাজিল ফুটবল দলের এই নাচ নিয়ে ব্যঙ্গ বা সমালোচনা করা উচিত নয়। তিতে বলেন, "এই নাচের মাধ্যমে আমরা কাউকে নিয়ে মজা করছি না- কোনোভাবেই তা নয়। এটা আসলে আমাদের (ব্রাজিলিয়ানদের) একটা বৈশিষ্ট্য যা আমরা সহজাতভাবেই করি, তা আমরা যেখানেই থাকি না কেন। আমরা যেমন অন্য সব দেশের সংস্কৃতিকে সম্মান করি, যেভাবে আমরা আরব সংস্কৃতিকে সম্মান করি, ঠিক সেভাবেই আমি চাইবো সবাই ব্রাজিলের সংস্কৃতিকেও সম্মান করুক।"
এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দলের তালিকায় রয়েছে ব্রাজিল। নেইমার, রদ্রিগো, রিচার্লিসন, অ্যান্টনি, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পেদ্রো, রাফিনিয়া ও ভিনিসিয়ুসের মতো তারকাঠাসা দল ব্রাজিলের। তাই বিশ্বকাপ আসরে প্রচুর গোল করা এবং সেগুলো উদযাপন করারও স্বপ্ন দেখছে লাতিন আমেরিকার এই দলটি।
দোভাষীর সাহায্যে ব্রাজিলের কোচ তিতে বলেন, "আমরা যেমন, আমাদের সেভাবেই সম্মান দিতে হবে। বিশ্বকাপে এমন মুহূর্ত থাকে যখন আমরা নিজেরা আনন্দ করতে পারি। প্রত্যেকেই নিজেদের মতো করে সেই আনন্দ উদযাপন করে, আমরাও আমাদের মতো করে তা করি- আর সেটা হলো নাচ। প্রতিপক্ষকে আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু সেই সাথে নিজেদেরকেও সম্মান করতেই হবে।"