রোনালদোর রেকর্ড গড়া গোল নিয়ে রেফারির উপর ক্ষোভ ঝাড়লেন ঘানার কোচ
ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি স্পট থেকে বিশ্বকাপের রেকর্ড গোল করার পর ঘানার কোচ অটো আডো মার্কিন রেফারি ইসমাইল এলফাথের ওপর ক্ষোভ ঝেড়েছেন, একে অ্যাখ্যা দিয়েছেন 'এক বিশেষ পুরস্কার' হিসেবে।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রোনালদোকে ফাউল করার পর পাওয়া পেনাল্টি থেকে নিজেই গোল করে বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৫টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন তিনি। পর্তুগাল পরবর্তীতে ম্যাচটি জিতে নেয় ৩-২ গোলে।
"যদি কেউ গোল করে তবে তাকে অভিনন্দন। কিন্তু এটা ছিল একটা উপহার। আসলেই একটা উপহার। রেফারির পক্ষ থেকে একে একটি বিশেষ উপহার ছাড়া আর কী-ই বা বলার আছে?" আডো ক্ষোভ ঝাড়েন।
মার্কিন রেফারির প্রতি আডোর এই সমালোচনা এতটাই সরাসরি যে তাকে ফিফার সাথে ঝামেলায় পড়তে হতে পারে। আডোর দাবি অনুযায়ী, ঘানার ডিফেন্ডার মোহাম্মাদ সালিসু রোনালদোকে ফাউল করেননি। ভিএআর ব্যবহার না করার অভিযোগও করেছেন আডো। সালিসুর উরুর সাথে সামান্য স্পর্শ লাগতেই পর্তুগালের অধিনায়ক মাটিতে পড়ে গিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
"আমার মনে হয় এটি একটি ভুল সিদ্ধান্ত। আমি জানি না কেন ভিএআর ব্যবহার করা হয়নি। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। আর যখন আপনি কোনো বিশ্বসেরা দলের সাথে পিছিয়ে আছেন তখন ম্যাচে ফেরা বেশ কঠিন," আডো বলেন।
৪৭ বছর বয়সী আডো ঘানার সাবেক একজন খেলোয়াড়। তাছাড়া এটাই তার প্রথম কোচ হিসেবে দায়িত্ব, কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ তো বটেই। আডোর বক্তব্যানুযায়ী, তিনি ম্যাচের পর রেফারি এলফাথের সাথে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেছেন। তাছাড়া এলফাথ ঘানার খেলোয়াড়দের বিপক্ষে করা অনেক ফাউলও ফাউল হিসেবে ধরেননি বলে অভিযোগ এনেছেন তিনি।
"আমি চেষ্টা করেছি। আমি ফিফার বেশ কিছু লোকজনের সাথে কথা বলে তার সাথে কথা বলা যায় কিনা তার চেষ্টা করেছি। কিন্তু তারা জবাব দিয়েছে রেফারি মিটিংয়ে আছেন এবং এটা সম্ভব নয়," আডো আরও যোগ করেন।