সবাই বুড়িয়ে গেছে, তাই বেলজিয়ামের আর বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই: কেভিন ডি ব্রুইনা
ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা ইউরোপের দেশ বেলজিয়ামের নাকি বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনাই নেই- এমন মন্তব্য করেছেন খোদ বেলজিয়ান সুপারস্টার কেভিন ডি ব্রুইনা।
দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ডি ব্রুইনা বলেন, "কোনও সুযোগ নেই, আমরা সবাই বুড়ো হয়ে গেছি। আমার কাছে মনে হয়, ২০১৮-তে আমাদের একটা সুযোগ ছিল। আমাদের দল এখনও ভালো, কিন্তু সবার বয়স হয়ে গেছে। আমরা অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি। আবার নতুন নতুন অনেকেই আছেন যারা বেশ ভালো, কিন্তু এদের কেউই তখনকার (২০১৮) খেলোয়াড়দের মতো নয়। আমি আমাদেরকে বহিরাগত হিসেবেই বেশি দেখি বরং।"
কিন্তু ডি ব্রুইনা কি এসব বলে আসলে তার দলের ওপর থেকে চাপ সরিয়ে নেওয়ার চেষ্টা করলেন?
অবশ্য কাতার বিশ্বকাপে বেলজিয়ামের প্রথম দুটি ম্যাচের পর বলা যায়, তিনি আসলে ভুল বলেননি। প্রথম ম্যাচে কানাডাকে ১-০ গোলে হারানোর পর রোববার বেলজিয়াম তার দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে বাজেভাবে হেরেছে।
প্রথমার্ধে মরক্কো পাত্তাই পায়নি বেলজিয়ামের কাছে। তবে দ্বিতীয়ার্ধে নতুন চেহারার মরক্কোকে কোনো ফাঁদে পড়তে দেননি আবদেলহামিদ সাবিরি। ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ ফ্রি-কিক বল জালে জড়ান তিনি। অতিরিক্ত সময়ে গিয়ে বেলজিয়ামের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকেন জাকারিয়া। এভাবে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা দলটিকে হারিয়ে আরব অঞ্চলের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো মরক্কো।
বেলজিয়ামের এই দলটি পরিচিত 'গোল্ডেন জেনারেশন' হিসেবে। ১২ মিলিয়ন জনসংখ্যার দেশটিকে বহুবার আনন্দে ভাসিয়েছে এ দল। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপেও 'রেড ডেভিল'রা অর্জন করে নেয় তৃতীয় স্থান।
তবে মরক্কোর বিপক্ষে মাঠে নামা বেলজিয়ামের ১১ খেলোয়াড়ের মধ্যে সাতজনেরই বয়স ত্রিশের ঊর্ধ্বে। এমনকি গোলের আশায় পরের অংশে বেলজিয়াম যে দুই ফুটবলারকে মাঠে নামায়, তাদের একজন ৩৫ বছর বয়সী ড্রিস মার্টিন্স এবং আরেকজন অর্ধ-ফিট রোমেলু লুকাকু।
বেলজিয়ামের বিশ্বকাপ এখনও শেষ হয়নি। দলে আছে বয়স একুশের দুই তরুণ চার্লস ডি কেটেলেয়ার এবং আমাদু ওনানার মতো প্রতিভা। তবে 'সোনালী প্রজন্মে'র জ্বলে ওঠার মুহূর্ত প্রত্যক্ষ করার সুযোগ বুঝি সত্যিই ফুরিয়েছে!