একাই পাঁচ গোল করলেন হলান্ড
আর্লিং হলান্ড আর কেভিন ডি ব্রুইনা খেললেই হতো, ম্যানচেস্টার সিটির একাদশের বাকি খেলোয়াড়দের তো বলতে গেলে দরকারই হয়নি লুটনের বিপক্ষে জিততে। এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে সিটি জিতেছে ৬-২ গোলের ব্যবধানে।
লুটনের মাঠে সিটির বড় জয়ে হলান্ড একাই করেছেন পাঁচ গোল, যার চারটিই আবার কেভিন ডি ব্রুইনার সহায়তায়। ১৯৭০ সালে জর্জ বেস্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে এফএ কাপের এক ম্যাচে পাঁচ গোল করলেন হলান্ড।
বড় জয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। গত মৌসুমে এই মর্যাদাকর শিরোপাটি জিতেছিল সিটি। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ঠিক হবে ড্র'র মাধ্যমে।
লুটনের মাঠে হলান্ড নিজের হ্যাটট্রিক তুলে নেন প্রথমার্ধেই। ম্যাচের তিন মিনিটেই সিটিকে এগিয়ে দেওয়ার পর ১৮ ও ৪০ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। সিটির হয়ে এটি তার অষ্টম হ্যাটট্রিক।
এরপর দ্বিতীয়ার্ধে ৫৫ ও ৫৮ মিনিটে আরও দুই গোল করেন হলান্ড। এই নিয়ে দ্বিতীয়বার সিটির হয়ে এক ম্যাচে পাঁচ গোল করলেন ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার। সিটির হয়ে অপর গোলটি করেছেন মাতেও কোভাচিচ। হলান্ডের প্রথম চার গোলই এসেছে কেভিন ডি ব্রুইনার পাস থেকে।