কাতারে ঝড় তুলেছেন 'নকল নেইমার', বোকা বানালেন স্টেডিয়ামের দর্শকদেরও!
গোড়ালির চোটে কাবু নেইমার হঠাৎ স্টেডিয়ামে চলে এলেন! ছবি তুললেন ভক্তদের সাথে, চোখে সুদৃশ্য সানগ্লাস। কিন্তু তা কী করে সম্ভব? কারণ সবাই জানে বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দুই ম্যাচের জন্য ছিটকে গিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তাহলে স্টেডিয়ামে বসে থাকা অবিকল নেইমারের মতো দেখতে এই ব্যক্তিটি কে?
জানা গেছে, তিনি হলেন 'নকল নেইমার'! তার নাম আইগন অলিভেইরা, টিকটকে যার রয়েছে অর্ধমিলিয়নেরও বেশি অনুসারী। বুঝতে কষ্ট হয় না যে নেইমারের সাথ চেহারার সাদৃশ্যের কারণেই এক ধরনের বিশেষ খ্যাতি লাভ করেছেন তিনি!
তবে ব্রাজিলের জার্সি ও কিছু অনুষঙ্গ গায়ে জড়িয়ে ইতোমধ্যেই অনেকজনকে বোকা বানাতে সক্ষম হয়েছেন অলিভেইরা। দোহার রাস্তায় হাঁটার সময় দেখা গেছে, অনেকেই অলিভেইরাকে নেইমার ভেবে অটোগ্রাফ নিচ্ছেন এবং সেলফি তুলছেন।
এমনকি নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে, একটি টয়লেট্রি ব্যাগ হাতে নিয়ে স্টেডিয়ামেও ঢুকে পড়েছেন তিনি! সেখানেও আশেপাশে দর্শকরা তার সঙ্গে সেলফি তুলেছেন। নকল নেইমারের সেই মজার মুহূর্তের ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্র: মার্কা