ইলন মাস্কের বিরুদ্ধে ‘আই, রোবট’ সিনেমার পরিচালকের ডিজাইন চুরির অভিযোগ
নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি 'সাইবারক্যাব' উন্মোচন করছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। একইসাথে 'অপটিমাস' নামের একটি হিউম্যানয়েড রোবটও সামনে এনেছেন ধনকুবের ইলন মাস্ক। খবর বিবিসির।
তবে সম্প্রতি এই উদ্ভাবনের বিরুদ্ধেই ডিজাইন নকল করার অভিযোগ এনেছেন ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সাইফাই সিনেমা 'আই, রোবট' এর পরিচালক এলেক্স প্রয়াস। সম্প্রতি এক্স-এ পোস্ট করে মাস্কের প্রতি এমন অভিযোগ করেছেন তিনি।
এলেক্স বলেন, "হ্যালো ইলন, আমি কি আমার ডিজাইনটা ফেরত পেতে পারি?" পোস্টটি প্রায় ৬৪ লাখ বার ভিউ হয়েছে।
অস্ট্রেলিয়ান এই সিনেমা পরিচালক জানান, তিনি সিনেমাটির ভিজুয়াল তৈরিতে 'বেশ দক্ষ ডিজাইন টিমের' সাথে কাজ করছে। "অপরদিকে ইলন মাস্কের ডিজাইন টিম ততো বেশি দক্ষ না। যারা কি-না 'আই, রোবট' সহ বহু সিনেমা দেখেন", যোগ করেন তিনি।
অন্যদিকে সিনেমাটির প্রোডাকশন ডিজাইনার প্যাট্রিক ট্যাটোপৌলোস সিনেমার প্রোডাকশন টিমের ডিজাইনের সাথে টেসলার ডিজাইনের তুলনা করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
প্যাট্রিক বলেন, "হতে পারে ডিজাইনটি আমারটিই। অথবা আমি সম্মানিত বোধ করতে পারি যে, ইলন আমার 'আই, রোবট' ডিজাইন থেকে কিছুটা অনুপ্রেরণা নিয়েছেন। যাই হোক, এমনটা দেখা আনন্দদায়ক।"
গতবছর রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা।
অবশেষে গত বৃহস্পতিবার রোবোট্যাক্সি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এর দাম ৩০ হাজার ডলারের কম হবে।
এদিকে ইলন মাস্কের অপটিমাস রোবট খাবার পরিবেশন থেকে শুরু করে অতিথিদের সঙ্গে আলাপচারিতা করে সেলফি তুলতে পারে। এর দাম ২০ থেকে ৩০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
ক্যালিফোর্নিয়ায় উন্মোচন অনুষ্ঠানে সাধারণ মানুষ রোবটটিকে একের পর এক প্রশ্ন করতে থাকে। আর সেও বেশ গুছিয়ে উত্তর দেয়। টেসলার অপটিমাস রোবটের কাছে জানতে চাওয়া হয়, "রোবট হওয়ার সবচেয়ে কঠিন দিক কী?"
এর উত্তরে সে বলে, "আপনাদের মতো মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ।" তার এই জবাব শুনে সেখানে উপস্থিত সবাই হাসতে থাকে। সে আরও বলে, "আমি নিজেকে উন্নত করার চেষ্টা করছি। আশা করি, একদিন আপনাদের মতো হয়ে উঠতে পারব।"
অপটিমাস রোবটটির উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। রোবটটি অনেকটা মানুষের মতোই চলাফেরা করে।
অনুবাদ: মোঃ রাফিজ খান