ব্রাজিল বনাম ক্যামেরুন: হেড টু হেড পরিসংখ্যান
প্রথম দুই ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। গ্রুপ 'জি'-এ নিয়ম রক্ষার শেষ ম্যাচে কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল।
সার্বিয়া এবং সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে তিতের দল নক আউট পর্ব নিশ্চিত করলেও ক্যামেরুনের জন্য হিসাবটা একটু কঠিন। আজকের ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে খেলবে ব্রাজিল। এখনো গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল, দুই নম্বরে আছে সুইজারল্যান্ড, তিন নম্বরে ক্যামেরুন এবং সবশেষে সার্বিয়া।
ব্রাজিল-ক্যামেরুনের ম্যাচে কোনো অঘটন না ঘটলে ক্যামেরুনের দ্বিতীয় পর্বে যাওয়ার কোনো সুযোগ নেই। সুইজারল্যান্ড এবং সার্বিয়ার ম্যাচে যে দল জিতবে তারাই ব্রাজিলের সাথে দ্বিতীয় পর্বে খেলবে; ম্যাচ ড্র হলে সুইজারল্যান্ড কোয়ালিফাই করবে।
ব্রাজিল ও ক্যামেরুনের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায়, বিশ্বকাপে এর আগে দুবার ব্রাজিলের মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি ক্যামেরুন। ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথমবার ক্যামেরুনের বিপক্ষে খেলে ৩–০ গোলে জয় পায় ব্রাজিল।
গ্রুপ পর্বের সে ম্যাচে লাতিন আমেরিকার দলটির হয়ে গোল করেছিলেন রোমারিও, মার্সিও সান্তোস ও বেবেতো। ২০ বছর পর ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে দ্বিতীয়বার খেলে ব্রাজিল। নেইমারের জোড়া গোল ও ফ্রেদ এবং ফার্নান্দিনহোর গোলে সে ম্যাচে ৪–১ ব্যবধানে জয় পেয়েছিল তারা।
বিশ্বকাপের বাইরে আরও চারবার ক্যামেরুনের মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। এর মধ্যে দুটি প্রীতি ম্যাচ, অন্য দুটি ম্যাচ ফিফা কনফেডারেশনস কাপ। ১৯৯৬ সালে নিজ দেশে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২–০ গোলে জিতেছিল ব্রাজিল। এরপর ২০০১ কনফেডারেশনস কাপে পেয়েছে ২–০ গোলের জয়। ২০০৩ সালে কনফেডারেশনস কাপে একবারই ক্যামেরুনের কাছে ১–০ গোলে হেরেছিল ব্রাজিল। ২০১৮ সালে প্রীতি ম্যাচে অবশ্য ১–০ গোলে জিতেছে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে মোট ছয়বার খেলে একবারই জিতেছে ক্যামেরুন; ব্রাজিল জিতেছে বাকি পাঁচ ম্যাচ।