স্পেনকে হারিয়ে ইতিহাস গড়ায় চোখ মরক্কো কোচের
শেষ ষোলোর ম্যাচে স্পেনের মুখোমুখি হবে মরক্কো। স্পেনকে হারিয়ে শেষ আটে উঠতে পারলে এটিই হবে বিশ্বকাপে মরক্কোর প্রথমবারের মতো শেষ ষোলো পার হওয়া। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে শেষ ষোলোয় উঠেছিল মরক্কো, যেটি ছিল কোনো আফ্রিকান দলের প্রথমবারের মতো শেষ ষোলোয় উঠা।
স্পেনের বিপক্ষে নতুন ইতিহাস গড়ার সুযোগ মরক্কোর সামনে, তাদের কোচ হোয়ালিদ রেগরাগুই পাখির চোখ করছেন সেটিকে।
নিজেদের থেকে ঢের শক্তিশালী এবং বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার স্পেনের বিপক্ষে হারানোর কিছু নেই কিন্তু পাওয়ার আছে অনেক কিছু। সংবাদ সম্মেলনে রেগরাগুই বলেন, 'আশা করছি এটিই কাতারে আমাদের শেষ ম্যাচ হবে না। আমার ছেলেদেরকে বলেছি, আমরা ১৯৮৬ বিশ্বকাপে হয়তো ফিরে যেতে পারব না কিন্তু আমাদের নিজেদের ইতিহাস গড়ার সুযোগ এসেছে সামনে। মরক্কোর প্রথম দল হিসেবে শেষ আটে যাওয়ার সুযোগ আছে আমাদের।'
স্বপ্ন দেখলেও স্পেন বাধা পার হওয়া যে কঠিন হবে সেটিও জানেন রেগরাগুই, 'আমরা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। আমি মনে করি, তারা ফাইনালে যাওয়ার জন্য ফেভারিট। কিন্তু আমরা যদি স্পেনকে হারাতে পারি তাহলে সেটা আমাদের জন্যই অবাক করা বিষয় হবে।'
আরব এবং আফ্রিকার শেষ আশা হিসেবে এখনও টিকে আছে মরক্কো। আজক চমকে দিতে পারলে সেই আশার আলো আরেকটু জ্বলে উঠবে তা নিশ্চিত।