ঐতিহাসিক বিজয়ের পর ফিলিস্তিনের পতাকা ওড়ালেন মরক্কোর ফুটবলাররা
আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখার ইতিহাস গড়ল মরক্কো।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও ফল না আসায় হয় টাইব্রেক। সেখানে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মরক্কো।
আর এই রেকর্ড গড়ার আনন্দের উদযাপনে মরক্কো সঙ্গী করল ফিলিস্তিনকে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর ফিলিস্তিনের পতাকা নিয়ে জয় উদযাপন করেন মরক্কোর ফুটবলাররা। খবর টাইমস অভ ইসরায়েল-এর।
জয়ের পর মাঠে উদযাপনের সময় মরক্কোর ফুটবলাররা নিজ দেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের একটি পতাকাও ওড়ান। এর মাধ্যমে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। ফিলিস্তিনের পতাকা নিয়ে মরক্কোর প্লেয়ারদের উদযাপনের একটি ভিডিও ও কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে মরক্কো দলের আবদুল রাজ্জাক ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে ঢুকেছেন। এরপর সতীর্থদের সঙ্গে নিয়ে ফটোসেশনও করেন তিনি।
মরক্কোর সঙ্গে আব্রাহাম চুক্তির মাধ্যমে যখন ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, সেই মুহূর্তে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন মরোক্কান ফুটবলাররা।
এর আগে গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে জয়ের পরও ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন মরক্কোর খেলোয়াড়রা।
ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরের একমাত্র দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখল মরক্কো। এর আগে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে শেষ ষোলোয় পৌঁছেছিল মরক্কো।