হোটেলে কাঁদছিলেন, আরেকটু হলেই ব্রাজিলে ফেরার বাস প্রায় মিস হয়ে যাচ্ছিল রিচার্লিসনের
ব্রাজিল কাতার বিশ্বকাপ থেকে বেশ নিষ্ঠুরভাবেই বাদ পড়েছে, ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে, যা খেলোয়াড় আর ভক্তদের গালে কান্নার বন্যা বইয়ে দিয়েছে।
তবে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছেন সম্ভবত রিচার্লিসন। টটেনহ্যামের এই স্ট্রাইকার বাদ পড়ে যাওয়ার পর মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েন, তাই তিনি বেশ কিছুক্ষণ একা হোটেলে সময় কাটাচ্ছিলেন।
তবে এটা তার জন্য বেশ বড় এক সমস্য হয়ে যেতে পারতো। রিচার্লিসন পরে বেশ কিছু সমর্থকদের সাথে দেখা করেন এবং তাদের সাথে বেশ কিছু আবেগঘন মুহূর্ত কাটান। তবে এ কারণে তিনি হোটেল থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার বাস আরেকটূ হলেই মিস করতেন।
পরে রিচার্লিসন ব্রাজিলের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হওয়ায় সামাজিক মাধ্যমে ক্ষমা চান: "আমার জীবনের সবচেয়ে কষ্ট করে লেখা বাক্য এগুলো। গতকাল এখনো শেষ হয়নি, ঘুমানো একপ্রকার অসম্ভব হয়ে গিয়েছে, আর যা হয়েছে তা প্রচণ্ড কষ্ট দিচ্ছে। এটা এমন এক আঘাত যেটি সারাজীবন আমাকে তাড়িয়ে বেড়াবে। কারণ আমরা সবাই জানতাম শিরোপা জেতার কত বড় সুযোগ এটি ছিল।"