কোয়ার্টারে মরক্কোর জয়ে ‘দিস টাইম ফর আফ্রিকা’ লিখে শাকিরার টুইট
কাতার বিশ্বকাপে দল হিসেবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে আফ্রিকার দেশ মরক্কো। গ্রুপ পর্ব উৎরে শুধু শেষ ষোলোর টিকেটই নয়, বরং কোয়ার্টারে ক্রিস্টিয়ানো রোনালদোর শক্তিশালী পর্তুগালকে হারিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। আর ইউরোপীয় দল পর্তুগালের বিপক্ষে মরক্কোর এ জয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে কলম্বিয়ান সঙ্গীত তারকা শাকিরা টুইটে লিখেছেন, 'দিস টাইম ফর আফ্রিকা'। খবর জি নিউজ ডটকমের
ফুটবলের সাথে শাকিরার সম্পর্ক অবশ্য বেশ পুরনো। ২০১০ সালে বিশ্বকাপে 'ওয়াকা ওয়াকা' গানের ভিডিওতে আফ্রিকার ঐতিহ্যবাহী নাচ নেচে বিশ্বব্যাপী তুমুল সাড়া ফেলেছিলেন শাকিরা। এছাড়াও ২০১০ বিশ্বকাপ থেকেই স্পেনের তারকা ফুটবলার পিকের সাথে দীর্ঘদিনের সম্পর্কে জড়ান।
২০১০ বিশ্বকাপে শাকিরার 'ওয়াকা ওয়াকা' গানের পর ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের প্রতিটি বিশ্বকাপেই ফিফার সহযোগিতায় বিশ্বের নামিদামি তারকা শিল্পীদের গান ও নাচে বিশ্বকাপের 'থিম সং' প্রকাশিত হয়েছে। কিন্তু, দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপে কলম্বিয়ান পপস্টার শাকিরার 'ওয়াকা ওয়াকা'র মত অন্য বিশ্বকাপের গানগুলো সে তুলনায় জনপ্রিয়তা পায়নি।
ফুটবল প্রেমীদের মাঝে তুমুল জনপ্রিয় সেই 'ওয়াকা ওয়াকা' গানেরই একটি বিখ্যাত লিরিক্স ছিল 'দিস টাইম ফর আফ্রিকা'। মূলত গানের এই লাইনকে টুইটারে পোষ্ট করার মাধ্যমে প্রথম আফ্রিকান দল হিসেবে মরক্কোর সেমিফাইনালে কোয়ালিফাই করার আনন্দকে উদযাপন করেছেন শাকিরা।
শাকিরার উচ্ছ্বসিত হওয়ার অবশ্য যৌক্তিক কারণও রয়েছে। কাতার বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনাল পর্যন্ত যাত্রা– সত্যিকার অর্থেই ছিল স্বপ্নের মতো। টুর্নামেন্ট শুরু আগে কেউ ভাবতেও পারেনি ফিফা র্যাঙ্কিংয়ে ২২- এ থাকা এ দলটি বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী সব টিমকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেবে।
আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে রাত ১টায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। মরক্কো যেখানে বিশ্বকাপ শুরুর আগে ফেভারিটের তালিকায়ই ছিল না– তারাই আজ বিশ্বকাপ জয়ের পথে মাত্র দুই ম্যাচ দূরে। আর তাই আসরের প্রতিটি ম্যাচে মরক্কো যে পারফরম্যান্স দেখিয়েছে সেক্ষেত্রে তারা যদি এম্বাপ্পের ফ্রান্সকে সেমিফাইনালে হারিয়েও দেয়– তবে অবাক হওয়ার কিছু থাকবে না।