‘অনেক ধন্যবাদ, কেরালা’: ইনস্টাগ্রামে ভারতের কেরালার ভক্তদের ভালোবাসার প্রত্যুত্তর দিলেন নেইমার
ফিফা বিশ্বকাপ থেকে অনেক আগেই ছিটকে গেছে নেইমারের দল ব্রাজিল। তবে সে কারণে ভক্তদের ভালোবাসার কথা ভুলে যাননি তিনি।
ভারতের কেরালা রাজ্যের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা খেলোয়াড়। বাংলাদেশের মতো ভারতেও ফুটবল উন্মাদনা দেখার মতো।
আর তা-তে পিছিয়ে নেই কেরালা রাজ্যও। এখানকার বাসিন্দাদের ফুটবলপ্রেম ও এ বিশ্বকাপে নিজেদের দলকে সমর্থন জানানোর আয়োজন নজর এড়ায়নি বিশ্বের।
কেরালার পুল্লাভুর এলাকার চেরুপুঝা নদীতে নেইমার, আর্জেন্টিনার মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশাল কাট-আউট ছবি স্থাপন করছিলেন ভক্তরা। সেগুলোর স্বীকৃতি মিলেছিল ফিফা'র কাছ থেকেও।
এবার খোদ নেইমার নিজের কাট-আউট ছবি ও কেরালায় ব্রাজিল ভক্তদের উন্মাদনাকে স্বীকৃতি ও ধন্যবাদ দিলেন। নিজের ওয়েবসাইটের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি ও ক্যাপশনে ভক্তদেরকে পাল্টা ভালোবাসা জানালেন তিনি।
নেইমারের বিশাল কাট-আউটের সামনে দাঁড়িয়ে দেখছে ১০ নাম্বার জার্সি পরা এক ব্যক্তি। তার কাঁধেও একই নাম্বারের নেইমারের জার্সি গায়ে ছোট এক ছেলে— এমন ছবিতে ক্যাপশন লিখে পোস্ট করেছেন নেইমার।
ক্যাপশনে তিনি লিখেন, 'বিশ্বের সব শিল্প হতে স্নেহ আসে। অনেক ধন্যবাদ, কেরাল।'
কাতার বিশ্বকাপে ফেবরিটই ছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের গোলে এগিয়েও গিয়েছিল তারা।
কিন্তু ক্রোয়েশিয়া পাল্টা গোলে শেষ পর্যন্ত খেলা পেনাল্টিতে গড়ায়। আর সেখানেই ষষ্ঠবারের মতো কাপ জেতার আশা জলাঞ্জলি দিতে হয় ব্রাজিলকে।