ফাইনালে ভারান-জিরুর খেলা নিয়ে শঙ্কায় ফ্রান্স
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কাতার বিশ্বকাপের অন্তিম ক্ষণের অপেক্ষায় এখন গোটা বিশ্ব। বিশ্বের সবচেয়ে বড় আসরের শেষ ম্যাচে মেসির জাদু দেখার অপেক্ষায় আর্জেন্টিনার সমর্থকরা। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো এমবাপ্পেদের হাতে ট্রফি দেখতে চায় ফ্রান্সের ভক্তরা।
খেলা শেষে বিজয়ী দল নাম লেখাবে ইতিহাসের পাতায়। কিন্তু সেই ইতিহাসের দ্বার উন্মোচনের আগেই ফ্রান্সের সম্ভাব্য একাদশ নিয়ে শোনা যাচ্ছে কিছু আশঙ্কাবাণী।
ফ্রান্সের স্ট্রাইকার অলিভিয়ের জিরু এবং ডিফেন্ডার রাফায়েল ভারানের ফাইনালে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। দলটির অন্যতম সেরা এই দুই খেলোয়াড়কে হয়তো ম্যাচের শুরুতে মাঠে নামানো হবে না। খবর যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল-এর।
ফাইনাল ম্যাচের আগে ফ্রান্স ক্যাম্পে এক ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছিল। এ জ্বরে আক্রান্ত হয়েছিলেন এই দুই ফুটবলার। আর সে কারণেই ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম এ দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে শুরুর একাদশে খেলাতে চান না। অনুশীলনের শেষ সময়েও দেখা যায়নি তাদের।
প্রথমে ভারান জ্বর সেরে উঠেছেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু ফরাসি গণমাধ্যম ল'ইকুইপ এক প্রতিবেদনে বলেছে, গত শনিবার (১৭ ডিসেম্বর) তার বদলে দায়োত উপামেকানো অনুশীলনে অংশ নিয়েছেন।
অন্যদিকে জিরুকে প্রতিস্থাপন করতে পারেন কার্কাস থুরাম। কাতারে প্রতিটি ম্যাচে তিনি খেলেছেন বদলি খেলোয়াড় হিসেবে। তবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক গোল করেছিলেন মার্কাস।
তবে, জিরু এবং ভারানের প্রথম একাদশে না খেলার তথ্য নিশ্চিত করতে পারেনি ডেইলি মেইল। হতে পারে, ভাইরাসের সংক্রমণ এড়াতে সাবধান থাকাই তাদের অনুশীলনে অনুপস্থিতির কারণ।
এবারের ফাইনালে জিতলে টানা দুইবার বিশ্বকাপ জেতার রেকর্ড গড়বে ফ্রান্স। তাছাড়া ১৯৩৮ সালের পর এই প্রথম দিদিয়ের দেশম হবেন ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হওয়া কোচ। তাছাড়া পেলের পরে কিলিয়ান এমবাপ্পে হবে টানা দুইবার ট্রফি জেতা সবচেয়ে কম বয়সী ফুটবলার।