‘এতোক্ষণ ভাবছিলাম, ম্যারাডোনা আমাদের সঙ্গেই আছেন’
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতারে লিওনেল মেসির দলের জয়ের আগে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে সর্বশেষ জিতেছিল আলবিসেলেস্তেরা। জয়ের নায়ক ছিলেন দিয়েগো ম্যারাডোনা। এবারের জয়টা দেখে যেতে পারেননি তিনি, দুই বছর আগেই যে আর্জেন্টাইন কিংবদন্তি পাড়ি জমিয়েছেন পরলোকে।
বিশ্বকাপ জয়ের প্রবল আনন্দের মাঝেও তাই দুঃখবোধে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার আফসোস, ম্যারাডোনা যদি আজ এই সাফল্যে দেখার জন্য থাকতেন!
বিশ্বকাপ জেতার পর নিজের অনুভূতি ব্যক্ত করার সময় সাংবাদিকরা তাকে ম্যারাডোনার কথা মনে করিয়ে দেন। আর তখনই চোখেমুখে দুঃখের ছাপ দেখা যায় স্কালোনির, 'আপনারা এখন আমাকে মনে করিয়ে দিলেন যে ম্যারাডোনা নেই। আমি এতোক্ষণ ভাবছিলাম, তিনি আমাদের সাথেই আছেন। আমার এখন তার অভাবটা অনুভূত হচ্ছে।'
তবে স্বচক্ষে না দেখতে পারলেও আর্জেন্টিনার এই সাফল্যে যে ম্যারাডোনা পরলোক থেকে উপভোগ করছেন সেই প্রত্যাশা স্কালোনির, 'আমি নিশ্চিত, তিনি স্বর্গ থেকে আমাদের জয় উপভোগ করেছেন। এখানে থাকলে তিনি সবার আগে উদযাপন করতে ছুটে আসতেন।'
আর্জেন্টিনার মানুষকে এত বছর পর আনন্দের উপলক্ষ্য এনে দিতে পেরে খুশি স্কালোনি, 'আমরা ফুটবল পাগল জাতি। দেশের মানুষকে এই দিন এনে দিতে আমরা দল হিসেবে কঠোর পরিশ্রম করেছি।'