চ্যাম্পিয়ন্স লিগে আজ থাকছেন ম্যারাডোনাও!
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ মুখোমুখি হবে নাপোলি ও বার্সেলোনা। ইতালিয়ান লিগে নাপোলির অবস্থা শোচনীয়, বর্তমান চ্যাম্পিয়নরা শীর্ষ চারের আশেপাশেও নেই। অপরদিকে লা লিগায় তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।
সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ই হতে পারে এই দুই দলের জন্য চলতি মৌসুমে কোনো কিছু অর্জন করার শেষ উপায়। তবে নাপোলি-বার্সেলোনা ম্যাচটি আলোচনায় ভিন্ন কারণে। সেটি হলেন দিয়েগো ম্যারাডোনা!
ম্যারাডোনার এই ম্যাচে আলোচনায় আসার কারণ একটাই, তিনি খেলেছেন দুই ক্লাবের হয়েই। এই আর্জেন্টাইন কিংবদন্তি মারা যাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম মুখোমুখি হচ্ছে তার সাবেক দুই ক্লাব।
বার্সেলোনার হয়ে দুই মৌসুম খেলেছেন ম্যারাডোনা। ক্লাব এবং স্প্যানিশ ফেডারেশনের সঙ্গে ঝামেলা করে বার্সা ছেড়ে নাপোলিতে যোগ দেন তিনি। বার্সেলোনার হয়ে ৫৮ ম্যাচ খেলে ৩৮ গোল করেছেন ম্যারাডোনা।
আর নাপোলিকে তো নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ক্লাব ইতিহাসের প্রথম লিগ শিরোপাটা যে ম্যারাডোনার হাত ধরেই পেয়েছে নাপোলি। এরপর আরেকবার লিগ জিতিয়েছেন নেপলসের দলটিকে, ইউরোপিয়ান শিরোপাও এনে দিয়েছেন এই ক্লাবকে। নাপোলির হয়ে ২৫৯ ম্যাচ খেলে ১১৫ গোলে করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।
ম্যারাডোনার সাবেক দুই ক্লাব যখন মুখোমুখি হচ্ছে, স্বাভাবিকভাবেই তিনি না থেকেও থেকেই যান। ২০২০ সালে মারা যাওয়ার পর তাকে আরও বেশিই স্মরণে রাখে নেপলস এবং কাতালুনিয়াবাসী। আজ ম্যারাডোনার দুই সাবেক 'ঘর'র লড়াইয়ে তাই যেই জিতুক, ম্যারাডোনা ঠিকই জিতে যাবেন।