ফ্রান্স-পর্তুগালের কেউ জেতেনি, ইতালির হোঁচট
শেয়ানে শেয়ানেই লড়াই হয়েছে। পুরো ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ। গতিতেও দুই দল ছিল দুর্বার। কিন্তু যে কারণে এতো ছুটে চলা, সেই গোলেরই দেখা নেই। বারবার আক্রমণ সাজিয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় হতাশায় পুড়তে হয়েছে ফ্রান্স ও পর্তুগালকে।
উয়েফা নেশন্স লিগে রোববার মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
নেশন্স লিগে এই দুই দলের পথচলা একইভাবে এগোচ্ছে। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে ড্র করতে সন্তুষ্ট থাকতে হলো ফ্রান্স ও পর্তুগালকে।
২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে মিশন শুরু করা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল পরের ম্যাচে সুইডেনকে ২-০ গোলে হারায়। সুইডেনের বিপক্ষে ১-০ গোলের কঠিন জয়ে শুরু করা ফ্রান্স দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারায়।
ফ্রান্স-পর্তুগালের ড্রয়ের রাতে হতাশায় পুড়েছে ইতালি। পোল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দারুণ এক জয়ে পেয়েছে ইংল্যান্ড। পিছিয়ে পড়েও বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশরা।
রোববার রাতে নেশন্স লিগে আরও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নেদারল্যান্ডস। সুইডেনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ক্রোয়েশিয়া। গ্যারেথ বেলের দেশ ওয়েলস গোলশূন্য ড্র করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে।
অন্যান্য ম্যাচের ফল:
নরওয়ে ৪-০ রোমানিয়া
নর্দার্ন আয়ারল্যান্ড ০-১ অস্ট্রিয়া
ইসরাইল ১-২ চেক প্রজাতন্ত্র
স্কটল্যান্ড ১-০ স্লোভাকিয়া
রাশিয়া ১-১ তুরস্ক
সার্বিয়া ০-১ হাঙ্গেরি
ফিনল্যান্ড ২-০ বুলগেরিয়া
আর্মেনিয়া ২-২ জর্জিয়া
এস্তোনিয়া ৩-৩ দক্ষিণ মেসোডোনিয়া
গ্রিস ২-০ মলডোভা
কসোভো ০-১ স্লোভেনিয়া
লিথুনিয়া ২-২ বেলারুশ
কাজাখস্তান ০-০ আলবেনিয়া