বঙ্গবন্ধু ও তার পরিবারকে সিরিজ জয় উৎসর্গ করলো বাংলাদেশ
মাসটা আগস্ট, শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শদ্ধা জানিয়ে সিরিজের নামকরণ করা হয়েছিল 'বঙ্গবন্ধু বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ।'
সিরিজটিতে বাংলাদেশের বিজয় গল্প লেখা হয়েছে। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই সিরিজ জয় বঙ্গবন্ধু ও তার পরিবারকে উৎসর্গ করেছে বাংলাদেশ দল।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হাত থেকে সিরিজ জয়ের ট্রফি নেওয়ার আগে পুরষ্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ বলেন, 'শোকের মাস আগস্টে এই সিরিজ জয় জাতির পিতা ও তার পরিবারকে উৎসর্গ করছি।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। প্রথম সুযোগেই অজিদের বিপক্ষে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। সেটাও বিরাট ব্যবধানে।
ঘরের মাঠের সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, বাংলাদেশ দল সম্ভবত এবারই সবচেয়ে ভালো মতো করে দেখালো। যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের চার টি-টোয়েন্টিতে প্রতিবারই হার নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ, তাদেরকে এবার পাত্তাই দিলো না ঘরের মাঠের দলটি।
সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে লজ্জাই দিয়েছে বাংলাদেশ। ১২২ রানের সংগ্রহ নিয়েও সফরকারীদের ৬০ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিং তোপে ৬২ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। যা অজিদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন স্কোর।