বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে
ঘরের মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজটি নিশ্চিত হয়েছিল বেশ আগে। কিন্তু চূড়ান্ত সূচি দেওয়া হচ্ছিল না। শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলে বাংলাদেশ দেশে ফেরার পরদিন ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৩ মে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি।
ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতার আওতায় ফেলা হয়নি। দুই দিনের কোয়ারেন্টিন করেই মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে সফরকারীরা।
একাডেমিতে ১৯ ও ২০ মে অনুশীলন করে পরদিন বিকেএসপিতে যাবে লঙ্কানরা। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর একদিনের বিরতি, ২৩ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
একদিনের বিরতির পর ২৫ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে দুই দিনের বিরতি থাকবে। তৃতীয় ওয়ানডে ম্যাচটি ২৮ মে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। ২৯ মে দেশে ফেরার বিমানে চড়বে শ্রীলঙ্কা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২১ মে প্রস্তুতি ম্যাচ বিকেএসপি সকাল ৯টা
২৩ মে প্রথম ওয়ানডে মিরপুর দিবা-রাত্রি
২৫ মে দ্বিতীয় ওয়ানডে মিরপুর দিবা-রাত্রি
২৮ মে তৃতীয় ওয়ানডে মিরপুর দিবা-রাত্রি