বাশারের সেরা টেস্ট একাদশের অধিনায়ক বুলবুল
বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট একাদশ কেমন হবে? একেকজন একেকভাবে গড়বেন তার একাদশ। বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে সেরা টেস্ট একাদশ গড়তে বলেছিল ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। কিন্তু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল তাকে। বলা হয়েছিল, বিভিন্ন সময়ে খেলা সতীর্থদের নিয়ে বানাতে হবে এই একাদশ।
বিভিন্ন সময়ে খেলা সতীর্থদের নিয়ে তিনি গড়েছেন বাংলাদেশের সব সময়ের সেরা টেস্ট একাদশ। বাশার তার একাদশের অধিনায়ক বানিয়েছেন বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুলকে।
ওপেনার হিসেবে তিনি বেছে নিয়েছেন তামিম ইকবাল এবং জাভেদ ওমরকে। তিন নম্বরে রেখেছেন আল শাহরিয়ার রোকনকে। চার নম্বর জায়গাটি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। উইকেটরক্ষকের দায়িত্বও পালন করবেন তিনি।
পাঁচ নম্বরে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখেছেন বাশার। এরপরই অধিনায়ক আমিনুল ইসলাম। খুব বেশি টেস্ট না খেললেও সাত নম্বরে আফতাব আহমেদকে নিয়েছেন বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়ক।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মোহাম্মদ রফিককে দলে নিয়েছেন বাশার। এরপরের তিনজন পেসার। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পেস বিভাগ সামলাবেন তাপশ বৈশ্য ও শাহাদাত হোসেন।
হাবিবুল বাশারের সব সময়ের সেরা টেস্ট একাদশ: তামিম ইকবাল, জাভেদ ওমর, আল শাহরিয়ার রোকন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আমিনুল ইসলাম বুলবুল (অধিনায়ক), আফতাব আহমদে, মোহাম্মদ রফিক, মাশরাফি মুর্তজা, তাপশ বৈশ্য ও শাহাদাত হোসেন।