বিসিবি নির্বাচন: মনোনয়নপত্র তুললেন পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভায় নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিসিবি নির্বাচনে চমক আসতে পারে। ধারণা করা হয়েছিল, নির্বাচনে অংশ নাও নিতে পারেন তিনি। পরবর্তীতে সেটা পরষ্কিার হয়েছে, তবে দুই মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান আর সভাপতি হতে চান না। তার চাওয়া, নতুন কেউ সভাপতির দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জ নতুন কেউ নিতে এগিয়ে আসুক।
সেটা হবে কিনা, তার উত্তর পরে মিলবে। আপাতত নির্বাচন নিয়ে সরগরম বিসিবি। আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিচালক পদে লড়তে শনিবার মনোনয়নপত্র কিনেছেন নাজমুল হাসান। এবার নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি।
মনোনয়নপত্র বিতরণের তারিখ ছিল ২৪ ও ২৫ সেপ্টেম্বর। শেষ দিনে ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন নাজমুল হাসান। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন তিনি। এই ক্যাটাগরি থেকে ৫৬ জন ভোটার ভোট দিয়ে ১২ পরিচালক নির্বাচন করবেন।
এবারের নির্বাচনে নতুন মুখ দেখে উচ্ছ্বসিত নাজমুল হাসান। মনোনয়নপত্র তোলার পর তিনি বলেন, 'আমি খুবই খুশি। কাল (শুক্রবার) টিভিতে দেখলাম অনেক নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।'
মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর। কারও মনোনয়নপত্র বাতিল হলে সেটার আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। এর ছয় দিন পর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের পরের দিন ৭ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপন। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি নাজমুল হাসান।