বিয়ের আংটিসহ টেনিস জুতা হারানোর পর নিজেকে ‘নির্বোধ’ বললেন অ্যান্ডি মারে
ক্যালিফোর্নিয়ায় নিজের একজোড়া টেনিস জুতা হারানোর পর যারপরনাই চটেছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। জুতার খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাহায্য চেয়েছেন তিনি। মারে'র এই ব্যাপক অনুসন্ধানের কারণ, জুতাজোড়ার মধ্যেই লাগানো ছিল তার বিয়ের আংটি!
শুক্রবার ইন্ডিয়ান ওয়েলস-এ বিএনপি প্যারিবাস ওপেনের প্রথম রাউন্ডে আদ্রিয়ান মানারিওর মুখোমুখি হবেন মারে। তারই প্রস্তুতি চলার মধ্য দিয়েই ঘটে গেল অঘটন। বুধবার নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও প্রকাশ করেন মারে। সেখানে এই টেনিস তারকা ব্যাখ্যা করেন, কীভাবে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়ে তিনি নিজের জুতা ও বিয়ের আংটি হারিয়েছেন।
টুর্নামেন্টকে সামনে রেখে ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে অনুশীলন করছিলেন মারে। ফলে তার জুতাজোড়া ঘামে ভিজে স্যাঁতসেঁতে হয়ে যায় ও গন্ধ বেরোতে থাকে। তাই হোটেলে ফিরে সেগুলোকে বাতাসে মেলে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। যেহেতু ঘরে কোনো ব্যালকনি ছিল না এবং মারে চাননি ঘরটাকে দুর্গন্ধ করতে, তাই জুতাজোড়া সারারাত গাড়ির নিচে রেখে দেন শুকানোর জন্য।
"কিন্তু সকালে গাড়ির কাছে ফিরে এসে দেখি জুতাজোড়া উধাও! জুতা হারানোয় আমি স্থানীয় একটি ভালো দোকানে গিয়ে নতুন জুতা কিনি। সেটা আমার পছন্দসই ব্র্যান্ডের না হলেও, দুয়েকদিনের জন্য তো পরাই যায়! তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না", বলেন মারে।
সাধারণত মারের বিয়ের আংটি তার জুতার ফিতার মধ্যেই লাগানো থাকে। ম্যাচের সময়ও দেখা গেছে সেই আংটির ঝলক। আংটি হারানোর পর শুরুতে অতটা পাত্তা না দিলেও, পরে বুঝতে পেরেছেন এটা কত বড় ক্ষতি!
ইনস্টাগ্রামের ক্যাপশনে নিজেকে 'নির্বোধ' বলে আখ্যা দিয়েছেন এই টেনিস তারকা। বিয়ের আংটি হারানোয় যে স্ত্রীর বিরাগভাজন হয়েছেন, তা তার প্রতিক্রিয়া দেখেই বোঝা যায়!
ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি বলেন, "কেউ যদি এই ভিডিওটা শেয়ার করে বা আমার আংটিটা কীভাবে ফিরে পাবো; সে ব্যাপারে কিছু আইডিয়া দেয়, তাহলে আমার খুব উপকার হবে।"
- সূত্র: দ্য গার্ডিয়ান