চীনে শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সাবেক টেনিস তারকার
'মি টু' আন্দোলনে বিশ্বজুড়ে বহু তারকার কুকীর্তি ফাঁস হওয়ার খবর নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির প্রাক্তন এক ভাইস প্রিমিয়ারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন সাবেক টেনিস নাম্বার ওয়ান এবং চীনের সবচেয়ে বড় একজন ক্রীড়াবিদ পেং শুয়া।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এই অভিযোগ আনেন পেং শুয়া। তিনি বলেন, কয়েক বছর আগে ওই ভাইস প্রিমিয়ার তাকে যৌন সম্পর্কে যাওয়ার জন্য জোর করেছিলেন।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েইবোতে ওই পোস্টটি দেন পেং শুয়া। তার পোস্টের স্ক্রিনশট থেকে জানা যায়, চীনের শীর্ষ নীতিনির্ধারণী পরিষদ, পলিটবুরো স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য, ঝ্যাং গাওলি তাকে যৌন সম্পর্কে যেতে জোর করেন এবং পরবর্তীতে তাদের মধ্যে সম্মতিসূচক সম্পর্ক গড়ে ওঠে।
চীনে বরাবরই ক্ষমতাসীন দলের কারো বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করার ব্যাপারে কড়াকড়ি রয়েছে। পোস্ট করার আধঘণ্টা পরেই পেংয়ের পোস্টটি মুছে দেওয়া হয়। তবে ততক্ষণে এটি চীনের ইন্টারনেট জগতে ছড়িয়ে পড়ে এবং সর্বাধিকবার সার্চের তালিকায় উঠে আসে তার নাম। উইচ্যাট গ্রুপ ও আইম্যাসেজেও এটি বহুবার আদান-প্রদান করা হয়।
চীন তাদের ইন্টারনেটকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং দেশের শীর্ষ নেতৃবৃন্দের ব্যক্তিগত জীবনকে অত্যন্ত সংবেদনশীল ইস্যু হিসেবে দেখা হয়।
পেং তার পোস্টে আরও জানিয়েছেন, ওই সময়ে ঘটনার প্রমাণ রাখা অসম্ভব ছিল, তাই তিনি তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন না। বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে তার মন্তব্য নেওয়ার চেষ্টা করলে কোনো সাড়া দেননি পেং।
এদিকে চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিনের কাছে জানতে চাওয়া হলে তিনি জবাব দেন, তিনি এই বিষয়ে অবগত নন এবং এটি পররাষ্ট্র সম্পর্কিত কোনো ইস্যু নয়।২০১৮ সালে বেইজিংয়ের একজন নারী শিক্ষার্থী তার অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এরপরেই চীনে শুরু হয় 'মি টু' আন্দোলন। দ্রুত বেসরকারি সংগঠন ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। এর আগপর্যন্ত চীনের খুব কম মানুষই যৌন হয়রানির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতেন।
ওয়েইবোর একটি টাইমস্কেল হিসাবে দেখা যায়, আগে পেংয়ের নামে দুয়েকটি হ্যাশট্যাগ থাকলেও, পোস্ট দেওয়ার পর থেকে তার নামে ২০ মিলিয়ন হ্যাশট্যাগ দেওয়া হয়েছে।
কিন্তু চীনা সরকারের কঠোর সেন্সরশিপের ফলে বুধবার পেংয়ের নাম আর সার্চ দিয়ে পাওয়া যায়নি এবং এ বিষয়ে আলোচনা ব্লক করে দেওয়া হয়। তবে পেংয়ের ওয়েইবো অ্যাকাউন্ট এখন আগের মতোই আছে এবং তার পু্রোনো পোস্টগুলোও দেখা যাচ্ছে।
২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে ভাইস প্রিমিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে ৭৫ বছর বয়সী ঝ্যাং।
২০১৪ সালে উইম্বলডন এবং ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনে ডাবলস জেতার পর ২০১৪ সালে টেনিস ডাবলসে বিশ্ব নাম্বার ওয়ান হন পেং শুয়া। তিনিই প্রথম চীনা খেলোয়াড় হিসেবে এই খেতাব অর্জন করেন।
- সূত্র: রয়টার্স