উইম্বলডন জিতে ফেদেরার-নাদালের পাশে জোকোভিচ
রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল; টেনিসের দুই কিংবদন্তি। সাবেক নন, তারা এখনও আছেন মাঠের লড়াইয়ে। কীর্তি তাদেরকে কিংবদন্তির খেতাব এনে দিয়েছে। তাদের পথেই হাঁটা নোভাক জোকোভিচকে এখনও কিংবদন্তি ডাকা হয় না। কিন্তু মজার ব্যাপার হলো, এই তিন টেনিস তারকা এখন একই বিন্দুতে। উইম্বলডন জিতে ফেদেরার ও নাদালের সর্বোচ্চ গ্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সার্বিয়ান এই টেনিস সুপার স্টার। তিন জনের গ্র্যান্ড স্ল্যামই এখন ২০টি করে।
রোববার লন্ডনের অল ইংল্যান্ড টেনিসের সেন্টার কোর্টে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৭ (৪/৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন জোকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের এটা ষষ্ঠ উইম্বলডন শিরোপা।
রেকর্ড ছোঁয়ার মঞ্চে শুরুতে হোঁচট খান জোকোভিচ। ভালো অবস্থানে থেকেও প্রথম সেট হেরে যান তিনি। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা বেরেত্তিনি তুমুল প্রতিদ্বন্দ্বিতার প্রথম সেটে ৭-৬ (৭/৪) গেমে জোকোভিচকে হারিয়ে দেন। এরপর অবশ্য আর জোকোভিচের সামনে দাঁড়াতে পারেননি তিনি। পরের তিন সেট জিতে সেরার মুকুট জেতেন নাম্বার ওয়ান।
সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি লেখা হয় ফেদেরারের হাত ধরে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ডটি গড়েন সুইস এই টেনিস কিংবদন্তি। ফেদেরারের রেকর্ডটি টেকে মাত্র দুই বছর। গত বছর নিজের সাম্রাজ্য ফরাসি ওপেন জিতে ফেদেরারের রেকর্ড ছুঁয়ে ফেলেন নাদাল। দুই কিংবদন্তির পাশে নিজের নামটি বসালেন জোকোভিচ। এবার তার আরও এগিয়ে যাওয়ার পালা।
নিজের রেকর্ড ছোঁয়ায় জোকোভিচকে অভিনন্দন জানিয়েছেন ফেদেরার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে তিনি লিখেছেন, 'তোমার ২০তম শিরোপা জয়ে অভিনন্দন। টেনিস চ্যাম্পিয়নদের একটি বিশেষ যুগে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। দারুণ পারফরম্যান্স, ওয়েল ডান।'