বৃষ্টিতে থেমে আছে টস, খেলা না হলে শিরোপা ভাগাভাগি
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৃষ্টির কারণে এখনো ম্যাচ শুরু হয়নি।
বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার এই ম্যাচে টস শুরু হওয়ার কথা ছিলো সন্ধ্যা ছয়টায়। তবে মিরপুরের ভারী বৃষ্টিতে পিচ ঢেকে রাখা কাভারও এখনো সরাতে পারেননি মাঠের কর্মীরা, ফলে টসও হয়নি।
বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার এই সিরিজে ফাইনালের জন্য রাখা হয়নি আলাদা কোনও রিজার্ভ-ডে। ফলে ফাইনাল ম্যাচ মাঠে না গড়ালে দু’দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তবে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।
আয়ারল্যান্ডে সিরিজ জিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জয়ের গেরো কাটিয়েছে বাংলাদেশ। এবার তাদের সামনে প্রথম ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি।