ভারতীয় গায়িকার কারণে আতঙ্কে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকলেও সেটা বাতিল করে দেশে ফিরে গেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। করোনাভাইরাস সতর্কতায় এমন সিদ্ধান্ত না নিয়ে উপায় ছিল না। কিন্তু দেশে ফিরেও স্বস্তিতে নেই প্রোটিয়া ক্রিকেটাররা। করোনা আতঙ্ক তাড়া করে ফিরছে ফাফ ডু প্লেসি, কুইন্টন ডি ককদের।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের এই করোনা আতঙ্কের কারণ ভারতীয় গায়িকা কণিকা কাপুর। করোনায় আক্রান্ত ভারতের জনপ্রিয় এই গায়িকার সঙ্গে চলাফেরা করে যেন নিজেদের বিপদ নিজেই ডেকে এনেছেন প্রোটিয়া ক্রিকেটাররা!
আশঙ্কা করা হচ্ছে, কণিকার কাছ থেকে পুরো দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে। তাই ভারত থেকে দেশে ফেরার পর দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
লক্ষ্ণৌতে যে হোটেলে উঠেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল, সেই হোটেলে ছিলেন কণিকা কাপুরও। এই হোটেলে ওঠার কয়েকদিন আগেই লন্ডন থেকে দেশে ফেরেন কণিকা।
দেশে ফিরে নিজেকে গৃহবন্দী রাখেননি 'বেবি ডল' গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই গায়িকা। উল্টো বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সে সময় শারীরিকভাবে দুর্বল থাকলেও কাউকে সেটা জানাননি ভারতের বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে পরীক্ষার পর ছাড়া পাওয়া কণিকা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গত ১৪ থেকে ১৬ মার্চ লক্ষ্ণৌর তাজ হোটেলে ছিলেন কণিকা। এ সময় দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ওঠা-বসা হয়েছে তার। তাজ হোটেলের সিসিটিভি ফুটেজে এসব দেখা গেছে।
শারীরিক অসুস্থতা নিয়েই তাজ হোটেলে একটি অনুষ্ঠানে অংশ নেন ভারতীয় এই গায়িকা। সেই অনুষ্ঠানে গান গাওয়া, খাওয়া, অতিথিদের সঙ্গে সময় কাটানো; সবই করেছেন কণিকা। কয়েকদিন পর করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ভারতীয় এই গায়িকা।
করোনাভাইরাস সতর্কতায় আগামী দুই মাস সব ধরনের ক্রিকেট স্থগিত ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এরআগে দলের সবাই ভালো আছে, এই খবর পাওয়ার অপেক্ষায় দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।