ভারতে ছুটে চলেছে বাংলাদেশ যুবাদের জয়রথ
ভারতে দারুণ সময় কাটছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। একের পর এক ম্যাচ জিতে চলেছে যুবারা। দারুণ জয়ে সফর শুরু করা বাংলাদেশ বৃহস্পতিবারও জয় নিয়ে মাঠ ছাড়ল। টানা তৃতীয় জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
কলকাতার ইডেন গার্ডেনসে ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' দলকে ৬ রানে হারিয়েছে রাকিবুল হাসানের দল। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের দুটি দলে ভাগ করে মোট তিন দলের সিরিজ আয়োজন করা হয়। দুটি দলকেই হারিয়েছে বাংলাদেশ, তিন জয়ে মিলেছে ফাইনালের টিকেটও।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিলের হাফ সেঞ্চুরিতে ৪৭.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৩০ রান তোলে বাংলাদেশ। জবাবে জয়ের পথে থাকলেও শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেনি ভারতের যুবারা। ৪৯.৪ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায় তারা।
ভারতের হয়ে ৮৮ রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার আংক্রিশ রাঘুবানশি। এরপরও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি স্বাগতিকরা। এ ছাড়া আরিয়ান দালাল ৩৯, নিশান্ত সিধু ২৩, ইয়াশ ধুল ১৪, রাজানগাদ বাউয়া ১৯ ও গার্ব সাংওয়ান ১২ রান করেন। বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৩টি ও মেহরব হাসান ৩ উইকেট নেন। রিপন মন্ডল ২টি এবং রাকিবুল হাসান ও নাঈমুর রহমান নয়ন একটি করে উইকেট পান।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশের শুরুটা ভালোই হয়। উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন মাহফিজুল ইসলাম ও ইফতিখার হোসেইন। ইফতিখার ১৫ রান করে বিদায় নিলেও রান তোলার গতি থামেনি। মাহফিজুল ও প্রান্তিক নাবিল মিলে ৬৮ রানের জুটি গড়েন।
মাহফিজুল ৭৯ বলে ৫৬ রান করেন। নাবিল ৬৫ বলে ৬২ রান করে থামেন। এ ছাড়া ফাহিম ২১, নয়ন ২০ ও রাকিবুল ১০ রান করেন। ভারতের ঋষিত রেড্ডি ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন গার্ভ সাংওয়ান ও নিশান্ত সিন্ধু।