বিজেপি’র আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগের ৫ সদস্যের প্রতিনিধি দল
ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)'র আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে আওয়ামী লীগের ৫ সদস্যের প্রতিনিধি দল। চলতি মাসের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে তারা ভারত সফরে যাবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ভারত সফরের জন্য এরই মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঠিক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি দলটি।
অবশ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শিগগিরই সফরের সময়সূচি চূড়ান্ত করা হবে।
জানা গেছে, বিজেপি নেতারা বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে উদ্যোগ নিয়েছেন। এতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলকে। এরই অংশ হিসেবে, ভারতে সফরে যাবে আ. লীগের প্রতিনিধিদল।
চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে বাংলাদেশে জাতীয় নির্বাচন। এমন একটি সময়েই এলো বিজেপির এই আমন্ত্রণ।