ভারতে মেয়েদের ফুটবল বিশ্বকাপ স্থগিত
আগামী নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপটি এই সময়ে হচ্ছে না। করোনাভাইরাসের কারণে মেয়েদের বিশ্ব আসরটি স্থগিত করা হয়েছে। শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা-কনফেডারেশন্সের ওয়ার্কিং কমিটি।
ভারতের পাঁচটি শহরে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কলকাতা, গুহাটি, ভুবনেশ্বর, আহমেদাবাদ ও মুম্বাইকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়। বৈশ্বিক এই আসরটি মাঠে গড়ানোর কথা ছিল আগামী ২ নভেম্বর। ১৯ দিনের এই আসরটির পর্দা নামার কথা ছিল ২১ নভেম্বর।
১৬ দলের এই আসরটিতে অংশ নেওয়ার কথা ছিল ভারতেরও। আয়োজক হিসেবে তাদেরকে খেলার সুযোগ করে দিয়েছিল ফিফা। যেকোনো পর্যায়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছিল ভারত।
আসরটিকে সামনে রেখে বেশ আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছিল আয়োজক দেশটি। নিজেদের ঝালিয়ে নিতে ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে ম্যাচ খেলেছে তারা। কিন্তু সবকিছুই ভেস্তে গেল প্রাণঘাতী কারোনাভাইরাসের ছোবলে। স্থগিত করা হলেও আসরটির নতুন সূচি সম্পর্কে কিছু জানানো হয়নি।
শুধু মেয়েদের এই আসরটিই নয়, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও স্থগিত করেছে ফিফা। এই আসরটি আগামী আগস্ট-সেপ্টেম্বরে পানামা ও কোস্টারিকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
করোনাভাইরাসে কারণে একে একে সব বৈশ্বিক টুর্নামেন্ট স্থগিত হয়ে গেছে। ক্লাব ফুটবলের ৫টি শীর্ষ লিগই স্থগিত করা হয়েছে। বন্ধ আছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগও। ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমসও।