ভিসা জটিলতায় জিম্বাবুয়ে যেতে পারেননি রুবেল-শামীম
প্রথম দফায় টেস্ট দলের সদস্য ও কোচিং স্টাফরা জিম্বাবুয়ে যায়। ৮, ৯ জুলাই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররাও জিম্বাবুয়ে গেছেন। এই দুই দলের সঙ্গে যাওয়ার কথা ছিল রুবেল হোসেন ও প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া শামীম হোসেন পাটোয়ারীর। কিন্তু ভিসা জটিলতার কারণে এই দুই ক্রিকেটার যেতে পারেননি। ভিসা জটিলতা দূর হলে জিম্বাবুয়ে যাবেন তারা।
দুই-এক দিনের মধ্যেই রুবেল ও শামীম জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিতে পারেন বলে বিসিবি থেকে জানা গেছে। জিম্বাবুয়ের ভিসা অফিসে সমস্যা হয়েছে। কৌশলগত সমস্যার কারণে এই দুই ক্রিকেটারের ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। দুই-এক মধ্যেই বিষয়টি সমাধান হয়ে যাবে বলে বিসিবি থেকে জানানো হয়েছে।
৮ জুলাই কাতার এয়ার লাইন্সের ভোর ৪টা ২৫ মিনিটের ফ্লাইটে রওনা দেন ওয়ানডে দলের ক্রিকেটাররা। দীর্ঘ সফর শেষে জিম্বাবুয়ে পৌঁছেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মিঠুন। জিম্বাবুয়ে পৌঁছে করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন।
৯ জুলাই একই সময়ে কাতার এয়ার লাইন্সের ফ্লাইটে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দিয়েছেন সৌম্য সরকার, মাহেদী হাসান, নাসুম আহমেদ ও আমিনুল ইসলাম বিপ্লব। তারা এখনও জিম্বাবুয়ে পৌঁছাননি। দোহা, জোহানেসবার্গ হয়ে জিম্বাবুয়ে পৌঁছাতে দীর্ঘ ২২ ঘণ্টা লেগে যাবে তাদের।
জিম্বাবুয়ে সফরে গিয়ে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। এরপর ৭ জুলাই মাঠে গড়ায় একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট শেষে শুরু হবে হবে ওয়ানডে সিরিজ। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্টের মতো এই দুই সিরিজও হবে হবে হারারেতে।