ভেতরের কথা বাইরে যায় কীভাবে, প্রশ্ন সাকিবের
আগের সাকিব কোথায় হারালেন; বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটে-বলে অনুজ্জ্বল থাকায় এমন প্রশ্নই উঠেছিল। সাকিব আল হাসান অবশ্য এসব কানে নেননি। বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছিলেন, ওই টুর্নামেন্টের কথা মনেই নেই তার। এ ছাড়া ঘরোয়া টুর্নামেন্টের পারফরম্যান্স তার কাছে তেমন গুরুত্বও বহন করে না।
যদিও সাকিব ভেতরে ভেতরে নিজেকে খুঁজে ফিরছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই নিজেকে ফিরে পান এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে বল হাতে বাজিমাত, পরের দুই ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশনেই তিন ম্যাচে ১১৩ রান ও ৬ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তিনি।
সিরিজ শেষ চলাকালীনই গুঞ্জন ওঠে, নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব। তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ওই সময়ে ছুটি নেবেন তিনি। স্বভাবতই সাকিবের না থাকার খবরে নজর ছিল সাংবাদিকদের। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডের পর সাকিবকে এ নিয়ে প্রশ্ন করা হয়। এমন প্রশ্নে সাকিব পরিস্কার উত্তর দেননি। উল্টো অভিযোগের সুরে বলেছেন, ভেতরের কথা কীভাবে বাইরে যায়, তিনি বুঝতে পারেন না।
]সাকিব বলেন, 'দেখুন এই বিষয়টা নিয়ে টেস্ট সিরিজের পরই ভালোভাবে ধারণা করা যাবে। এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে আসে, সেটা আমি জানি না। এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট এবং আমার যখন একান্ত কথা হবে, তখনই বোঝা যাবে।'
এরআগেও দলের কথা বাইরে যাওয়া নিয়ে কথা আওয়াজ তুলেছিলেন সাকিব। ২০১৯ বিশ্বকাপের সময় ড্রেসিংরুমের একটি ঘটনা বাইরে যাওয়া নিয়ে রীতিমতো প্রতিবাদ করেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
নিউজিল্যান্ডে না থাকার প্রশ্নে সাকিব বিব্রতবোধ করলেও বিষয়টি বেশি সময় মাথায় থাকেনি সাকিবের। সিরিজে নিজের পারফরম্যান্সে চোখ রাখতেই হাসি ফুটেছে তার মুখে। বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, 'যেভাবে সিরিজটা গেল, খুবই খুশি। শেষ ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারলে আরও ভালো লাগতো। এটাই একটা হতাশার অংশ পুরো সিরিজে। ব্যাটিং-বোলিং মিলিয়ে খুশি।'
সাকিব জানতেন দীর্ঘদিন পর মাঠে ফেরার কারণে ছন্দে ফিরতে কয়েকটি ম্যাচ সময় নিতে হবে তাকে। যদিও সময় নিতে হয়নি তাকে। প্রথম ম্যাচ থেকেই পারফর্মার সাকিবের দেখা মিলেছে। এ নিয়ে তিনি বলেন, 'আমি সবসময় জানতাম আমার কিছু ম্যাচ সময় লাগবে। প্রথম ম্যাচ শেষে আমি আমার প্রয়োজনীয় আত্মবিশ্বাস ফিরে পাই। সিরিজ যদো সামনের দিকে এগিয়েছে, ততোটাই আমার আত্মবিশ্বাস বেড়েছে।'