ভোট গ্রহণ শেষ, ফল ঘোষণার অপেক্ষা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার সোনারগাঁও হোটেলে বার্ষিক সাধারণ সভার পর দুপুর ২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে ৬টা পর্যন্ত। ১৩৯ জন কাউন্সিলর হলেও ভোট পড়েছে ১৩৫টি। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সাড়ে ৭টার মধ্যে ফল ঘোষণা করা হতে পারে।
চারজন ভোট দেননি। তারা হলেন চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর তরফদার মোহাম্মদ রুহুল আমিন, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী, শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাফওয়ান সোবহান।
অর্থ পাচার মামলায় খন্দকার নাজমুল ইসলাম লেভী কারাগারে রয়েছেন। তরফদার মোহাম্মদ রুহুল আমিন দেশের বাইরে আছেন।
চার বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে সভাপতি পদে লড়েছেন কাজী সালাউদ্দিন। সম্মিলিত পরিষদ থেকে সভাপতি পদে নির্বাচন করেছেন গত ১২ বছর ধরে বাফুফে প্রধানের পদে থাকা সাবেক এই তারকা ফুটবলার।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়েছেন শফিকুল ইসলাম মানিক। শেষ মুহূর্তে সুর পাল্টে নির্বাচন করেছেন আরেক সভাপতি প্রার্থী বাদল রায়। সভাপতিসহ ২১টি পদে এবারের নির্বাচনে মোট ৪৭ জন প্রার্থী লড়েছেন।