মাঠেই ভাই হার্দিককে জড়িয়ে ধরে কাঁদলেন অভিষিক্ত ক্রুনাল
অভিষেক ওয়ানডে ছিল, কিন্তু ক্রুনাল পান্ডিয়ার ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় নেই। অভিষেক রাঙানোর ম্যাচে মাত্র ৩১ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ভারতের এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এমন ইনিংস খেলে নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি। ছোট ভাই ও ভারত দলে সতীর্থ হার্দিত পান্ডিয়াকে জড়িয়ে ধরে মাঠেই কান্নায় ভেঙে পড়েন ক্রুনাল।
বড় ভাইয়ের কান্নায় চোখের পানি আটকাতে পারেননি হার্দিকও। দুজনই অঝোরে কেঁদেছেন কিছুটা সময়। অভিষেকে দারুণ করায় এমন কান্না নয়। কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন ভারতের এই দুই ক্রিকেটার। বাবা থাকলে নিশ্চয়ই খুশি হতেন, এটা ভাবতেই চোখের পানি ছেড়ে দেন ক্রুনাল।
বিস্ফোরক ইনিংস খেলার পর ইনিংস বিরতিতে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় ক্রুনালকে। নিজের ইনিংস ও অভিষেক নিয়ে প্রশ্ন করা হচ্ছিল তাকে। ক্রুনাল বললেন, 'এটা আমার বাবার জন্য।' এরপর আর কথা বলতে পারলেন না তিনি। চোখ মুছতে মুছতে ইঙ্গিতে বোঝালেন কথা বেরোচ্ছে না মুখ গলে।
উপস্থাপকও জোর করেননি, ক্রুনালকে ছেড়ে দেন। একটু এগিয়ে যেতেই সামনে হার্দিককে পান ক্রুনাল। এরপর দেখা যায় সেই আবেগঘন দৃশ্য। ছোট ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন ক্রুনাল। হার্দিকের চোখেও জল, কিন্তু তিনি জাতীয় দলে সিনিয়র। তাই যেন ভাইকে বুঝিয়ে থামাতে চাইলেন হার্দিক।
নিজের অভিষেক ম্যাচে দলের সংগ্রহ বড় করতে লোকেশ রাহুলের সঙ্গে তাল মিলিয়ে দাপুটে ব্যাটিং করে গেছেন ক্রুনাল। রাহুলের সঙ্গে ১১২ রানের জুটি গড়ে তোলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৯.৩ ওভারে এই রান তোলেন রাহুল-ক্রুনাল। তাদের জুটিতে ৫ উইকেটে ৩১৭ রানের বড় স্কোর দাঁড় করায় বিরাট কোহলির দল।