মাঠে ঢুকে জামালের সঙ্গে ভক্তের সেলফি
প্রিয় খেলোয়াড়কে কাছে পেতে ম্যাচ চলাকালীন দর্শকের মাঠে ডুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। আন্তর্জাতিক ফুটবল থেকে শুরু করে ক্লাব ফুটবল, ক্রিকেটে এমন দৃশ্য অনেক দেখা গেছে। বাংলাদেশের ক্রিকেট ম্যাচেই ঘটেছে এমন ঘটনা। ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেছেন দর্শক। কিন্তু বাংলাদেশের ফুটবলে এমন দৃশ্য বিরল। সর্বশেষ কবে এমন ঘটনা ঘটেছে, খোঁজ নিয়েও এর হদিস মেলেনি।
মঙ্গলবার এমন এক দৃশ্য দেখা গেল। বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার সঙ্গে ছবি তুলতে মাঠে ঢুকে পড়েন হাসিব নামের ১৫ বছর বয়সী এক ফুটবলভক্ত। চেষ্টা সফল হয়েছে তার। প্রিয় অধিনায়কের সঙ্গে ছবি তোলার পর তাকে মাঠ থেকে সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। ডেমরা থেকে আসা হাসিব নামের এই ভক্তকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ম্যাচের তখন ৭৩তম মিনিট চলছিল। এমন সময়ে পূর্ব গ্যালারির প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়েন এই দর্শক। এক দৌড়ে পৌঁছে যান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে। মোবাইলের ক্যামেরা প্রস্তুত করাই ছিল। প্রিয় ফুটবলারের কাছে গিয়ে জানান সেলফি তোলার কথা। শুরুতে ভক্তকে সরিয়ে দিলেও পরে সম্মতি দেন জামাল। নিরাপত্তাকর্মীরা পৌঁছানোর আগেই সেলফি তোলার কাজ শেষ করেন কিশোর এই ফুটবলভক্ত।
হাসিব নামের এই ভক্ত যখন জামালের কাছে পৌঁছান, কেবল একজন লাইন্সম্যান তখন সেখানে উপস্থিত ছিলেন। সেলফি তোলা শেষে হাসিব নামের এই ভক্তকে টেনে জামালের কাছ থেকে সরানোর চেষ্টা করেন লাইন্সম্যান। কয়েক মুহূর্ত পর সেখানে পৌঁছান দায়িত্বরত পুলিশের দুজন কর্মী। এরপর এই দর্শককে বের করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ম্যাচের মাঝেই মাঠে ঢুকে পড়লেও ভক্তের জন্য মন পুড়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। ম্যাচ শেষে বাফুফের এক কর্মকর্তার কাছে হাসিব নামের এই ভক্তের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে জামাল বলেন, 'ওকে তো মারেনি?' অবস্থা জানানোর পর ভক্তকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন জামাল ও বাংলাদেশ দলের ফুটবলাররা। বাফুফের কর্মকর্তা জানান, মতিঝিল থানায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হবে।
ভক্তের কাণ্ড ঘটানো এই ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। মুজিব বর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচে ড্র করলেও আগের ম্যাচে ২-০ গোলে জিতে থাকায় সিরিজ জিতেছেন জামাল-জীবনরা।