মাঠে ফিরল ফুটবল
দীর্ঘ অপেক্ষার ছুটি হলো। করোনাভাইরাসের ধকল কাটিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গড়ালো ফুটবল। ফেরার এই পর্বে মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছেন দর্শকরাও। বঙ্গবন্ধু ফুটবল সিরিজে বাংলাদেশ-নেপালের মধ্যকার প্রথম ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পেয়েছেন ৮ হাজার দর্শক। শুক্রবার বিকাল ৫টায় ম্যাচটি শুরু হয়েছে।
প্রীতি ম্যাচ হলেও নেপালের বিপক্ষে ম্যাচ দুটি বাংলাদেশের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। দলটির বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচেই হেরেছে জামাল ভুঁইয়ার দল। যে কারণে ম্যাচ দুটিতে জিততে মরিয়া বাংলাদেশ। এ ছাড়া কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের প্রিলিমিনারি বাছাইয়ের আগে ম্যাচ দুটিকে প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছেন প্রধান কোচ জেমি ডে।
জেমি ডে বলেছেন, 'কাতার ম্যাচের জন্য আমাদেরকে ২৩ বা ২৫ জন খেলোয়াড় প্রস্তুত করতে হবে। এখন আমরা দুটি ম্যাচ খেলব এবং কিছু খেলোয়াড় খেলার সময় পাবে। কাতারের বিপক্ষে ম্যাচের আগে আমাদের আরও দুটি ম্যাচ দরকার। তাহলে গুছিয়ে নেওয়ার জন্য চারটি ম্যাচ হবে।'
বাংলাদেশ একাদশ: জামাল ভুঁইয়া, মানিক মোল্লা, তপু বর্মন, রিয়াদুল হাসান রাফি, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, সাদ উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, নাবীব নওয়াজ জীবন ও আনিসুর রহমান জিকো।
নেপাল একাদশ: অজিত ভান্ডারি, অনন্ত তামাং, বিক্রম লামা, টেজ তামাং, অঞ্জন বিস্তা, সুজল শ্রেষ্ঠ, কিরণ কুমার লিম্বু, সুমন আরিয়াল, নাওযুগ শ্রেষ্ঠ, রবিশঙ্কর পসওয়ান ও বিকাশ খাওয়াস।