মুক্তি পেলেন রোনালদিনহো
জাল পাসপোর্ট নিয়ে ভাই রবার্তোর সঙ্গে প্যারাগুয়েতে অনুপ্রবেশ করেছিলেন রোনালদিনহো। ফলটা ভালো হয়নি, ধরা পড়ে যান পুলিশের হাতে। এক মাস কারাগারে থাকার পর গত এপ্রিল থেকে আসুনসিওনের একটি হোটেলে ভাইসহ বন্দি ছিলেন রোনালদিনহো।
অবশেষে মুক্তি মিলেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি এই ফুটবলারের। সোমবার তাদেরকে মুক্তি দিয়েছেন প্যারাগুয়ের বিচারক গুস্তাভো আমারিল্লা। ভাইসহ মুক্তি পেলেও রোনালদিনহোদের ক্ষতিপূরণবাবদ গুনতে হবে ২ লাখ ডলার (এক কোটি ৭০ লাখ টাকা)।
রোনালদিনহোর চেয়ে তার ভাই রবার্তোকে বেশি ক্ষতিপূরণ দিতে হবে। রোনালদিনহোকে দিতে হবে ৯০ হাজার এবং তার ভাইকে দিতে হবে ১ লাখ ১০ হাজার ডলার।
মুক্ত হওয়ার ফলে ভ্রমণে আর নিষেধাজ্ঞা নেই রোনালদিনহোর। যদিও কিছুটা নিয়মের বেড়াজালে থাকতে হবে ব্রাজিলের সাবেক এই তারকা ফুটবলারকে। আগামী এক বছরের মধ্যে স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে সেটা অবশ্যই প্যারাগুয়ের আইন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে তাকে।
রোনালদিনহো মুক্ত হলেও তার ভাই রবার্তোর পুরোপুরি মুক্তি মেলেনি। রবার্তোকে দুই বছরের বিলম্বিত সাজা দেওয়া হয়েছে। ব্রাজিলে পৌঁছানোর পর তার ভ্রমণের নিষেধাজ্ঞা শুরু হবে। আগামী দুই বছর ব্রাজিল ছাড়তে পারবেন না তিনি। এ সময়ে রিও ডি জেনেইরোতে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের কাছে হাজিরা দিতে হবে তাকে।