রোনালদোকে ছাড়াই মেসিদের ছয় গোল দিল আল-নাসের
ক্রিশ্চিয়ানো রোনালদো যে চোটের কারণে খেলতে পারবেন না, এটি জানা গেছিল আগেই। যার কারণে আরেকবার মেসি-রোনালদো দ্বৈরথ দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন ফুটবল ভক্তরা।
রোনালদো না থাকায় এই ম্যাচ আকর্ষণ হারিয়েছিল অনেকটাই৷ লিওনেল মেসিই ছিলেন ভক্তদের উৎসাহের কেন্দ্রবিন্দু। সেই তিনিও কিনা নামলেন ৮৩ মিনিটের পর! আর ততক্ষণে ছয় গোল হজম করা হয়ে গেছে মায়ামির।
কদিন আগেই রোনালদো দাবি করেছিলেন, সৌদি আরবের লিগ এখন ফরাসি লিগের চেয়েও ভালো৷ সেটিতে অনেকে ব্যঙ্গ করলেও তার দল দেখিয়ে দিল, অন্তত যুক্তরাষ্ট্রের ফুটবলের চেয়ে ঢের এগিয়ে সৌদির ফুটবল। আল-নাসেরের কাছে অর্ধ ডজন গোল হজম করেছে ইন্টার মায়ামি।
আল-নাসেরের হয়ে হ্যাটট্রিক করেছেন তালিস্কা। অন্য তিনটি গোল করেছেন ওটাভিও, লাপোর্তে এবং মারান। শুরুর একাদশে না নামা মেসি ৮৩ মিনিটে মাঠে এসে তেমন কিছু করতে পারেননি।
তবে ম্যাচে বল দখলে দুই দলের মধ্যে বড় ধরনের পার্থক্য ছিল না। আল- নাসেরের ৫৩ শতাংশের বিপরীতে মায়ামির দখলে বল ছিল ৪৭ শতাংশ। তবে বড় পার্থক্য ছিল সুযোগ তৈরিতে। ২১টি শট নিয়ে ১৪টিই লক্ষ্যে রাখে আল-নাসের। অন্য দিকে ইন্টার মিয়ামি ১২ শটের মাত্র ৩টি ছিল লক্ষ্যে।