ব্রাজিলের এতো বাজে দল কখনও দেখেননি রোনালদিনহো
আগামী ২১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে কোপা আমেরিকার। লাতিন অঞ্চলের সবচেয়ে জমজমাট এই আসরের জন্য অংশগ্রহণকারী সব দলই স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষণার পর ব্রাজিলের স্কোয়াড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। নেইমার-কাসেমিরোহীন দলটির সামর্থ্য নিয়ে অনেকেরই সংশয়। রোনালদিনহো অবশ্য দলটি নিয়ে রীতিমতো হতাশ। কিংবদন্তি এই ফুটবলার জানিয়েছেন, ব্রাজিলের এতো বাজে দল তিনি আগে কখনও দেখেননি তিনি।
দলটি নিয়ে রোনালদিনহো এতোটাই হতাশ যে, এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা দেখবেন না তিনি। এমনকি কারোরই ব্রাজিলের খেলা দেখা উচিত নয় বলে মনে করেন তিনি। দেশের জার্সির জন্য বর্তমান ব্রাজিলের ফুটবলারদের মধ্যে কোনো টান দেখতে পান না রোনালদিনহো।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'আমার দেখা সাম্প্রতিককালে সবচেয়ে খারাপ ব্রাজিল দল এটাই। এতো খারাপ ফুটবল এর আগে আমি দেখিনি। এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা আমি দেখব না, কোনো জয়ও উদযাপন করবো না। অন্য কারও ব্রাজিলের খেলা দেখা উচিত নয়।'
'আমার দুঃখ হচ্ছে এটা ভেবে যে, এই দলের কারোরই এই জার্সির প্রতি কোনও আবেগ নেই। ব্রাজিলের জার্সি মানেই একটা আলাদা আবেগ, জিদ কাজ করতো। কিন্তু এই মুহূর্তে দলের অধিকাংশ খেলোয়াড়ই গড়পড়তা মানের। যা ব্রাজিল ফুটবলের জন্য অত্যন্ত খারাপ দিক।' যোগ করেন তিনি।
এবারের কোপা আমেরিকায় 'ডি' গ্রুপে আছে ব্রাজিল। গ্রুপের বাকি তিন দল হচ্ছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে সেলেসাওরা। ২৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।