মুখোমুখি সাকিব-মুস্তাফিজ, আগে ব্যাটিংয়ে কলকাতা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের একাদশে সাকিবের জায়গা না হলেও মুস্তাফিজ নিয়মিত রাজস্থানে খেলে আসছিলেন।
সর্বশেষ ম্যাচে সাকিবকে ফেরানো কলকাতা বৃহস্পতিবার রাজস্থানের বিপক্ষেও বাংলাদেশ অলরাউন্ডারকে একাদশে নিয়েছে। এতে এবারের আইপিএলে প্রথমবারের মতো সাকিব-মুস্তাফিজের লড়াই দেখার সুযোগ পাচ্ছে ক্রিকেটমোদীরা।
প্লে-অফের কঠিন সমীকরণে বৃহস্পতিবার শারজাহতে মুখোমুখি হয়েছে কলকাতা-রাজস্থান। টিকে থাকার লড়াইয়ের এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে সাকিবদের দল কলকাতার। টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে তারা।
এই ম্যাচটি জিতলে সাতটি জয় হবে কলকাতার, ১৪ পয়েন্ট ও ভালো রান রেটে প্লে-অফের আশা বেঁচে থাকবে তাদের। হারলে রাজস্থান বাদ পড়ে যাবে। জিতলেও তাদের সামান্য সম্ভাবনা বেঁচে থাকবে।
রাজস্থান রয়্যালস একাদশ: লিয়াম লিভিংস্টোন, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিবম দুবে, গ্লেন ফিলিপস, অনুজ রাওয়াত, ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়া, জয়দেব উনাড়কাত,, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সুনীল নারাইন, লকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।